অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে শিরোপার স্বপ্ন বাংলাদেশের
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০১৭, ০৩:২৭ এএম
সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষ ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারাল বাংলাদেশ। দেশের পক্ষে দু'টি গোলই করেন জাফর ইকবাল। এ জয়ের মাধ্যমে শিরোপার দিকে আরো এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ দল। প্রতিযোগিতার শেষ ম্যাচে নেপালের বিপক্ষে ভারত ড্র করলেই শিরোপা হবে বাংলাদেশের।
ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথম ভাগে কোনো গোলের দেখা পায়নি সফরকারীরা।
ম্যাচের ৫৪ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন স্ট্রাইকার জাফর ইকবাল। তিনিই ম্যাচের ৮০ মিনিটে প্রথম গোল করে এগিয়ে নেন বাংলাদেশকে। এরপর আর মাত্র তিন মিনিট, তারপরই দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন জাফর ইকবাল।
এর আগে এই আসরে ভারতের বিপক্ষে প্রথম জয়ের ম্যাচেও জোড়া গোল করেছিলেন জাফর ইকবাল। এছাড়া মালদ্বীপের বিপক্ষে একটি গোল করেছিলেন।
এবার অপেক্ষা নেপাল-ভারত ম্যাচের। সেই ম্যাচে ভারত ড্র করলেই চ্যাম্পিয়নের মুকুট পরবে বাংলাদেশ। কেননা ভারতের বিপক্ষে হেড টু হেডে এগিয়ে আছে বাংলাদেশ।