Logo
Logo
×

ফুটবল বিশ্বকাপ-২০২২

বিশ্বকাপজয়ী অধিনায়ককে স্বাগত জানাল পিএসজি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৩, ০৮:০৫ পিএম

বিশ্বকাপজয়ী অধিনায়ককে স্বাগত জানাল পিএসজি

লিওনেল মেসির অধিনায়কত্বে তিন যুগের শিরোপা খরা গত মাসে কাটাল আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। 

বিশ্বকাপ জয়ের পর কাতার থেকে দেশে ফিরে উদযাপনে মেতে ওঠেন মেসি-ডি মারিয়ারা। পার্টি-উদযাপন শেষ করে অধিকাংশ ফুটবলার ক্লাবে যোগ দিয়েছেন। বাকি ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। তিনিও ফিরলেন ক্লাবে। 

বুধবার সকালে প্যারিসে পৌঁছান মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি কর্তৃপক্ষ। 

সেই ভিডিওর ক্যাপশনে পিএসজি লিখেছে- ‘স্বাগত লিও’। এবার মাঠে নামার প্রস্তুতি শুরু করবেন তিনি। ফিটনেস নিয়ে কাজ করবেন। 

৭ জানুয়ারি পিএসজির কোপা দে ফ্রান্সের ম্যাচ আছে। ১৬ জানুয়ারির লিগ ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন মেসি। পিএসজির সঙ্গে লিওনেল মেসির চুক্তি শেষ হবে চলতি মৌসুমেই। শর্ত অনুযায়ী মেসি পিএসজিতে ভালো অনুভব করলে চুক্তি নবায়ন করবেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম