Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

ভারতের লোকসভায় তিন তালাক বিল পাস

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০১:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ লোকসভায় কোনো সংশোধনী ছাডাই পাস হয়েছে তিন তালাক বিল। তাৎক্ষণিত তিন তালাক প্রদানকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে বৃহস্পতিবার লোকসভার ভোটাভুটিতে বিলটি পাস হয়। বুধবার বিলটি উত্থাপন করা হয়। বিলটি এবার পাসের জন্য রাজ্যসভায় পাঠানো হবে। এখানেও বিলটি সহজেই পাস হবে বলে আশা করা হচ্ছে। বিল পাশের সময় কংগ্রেসসহ অন্য বিরোধীদলের সাংসদরা বেশ কিছু সংশোধনীর

দাবি তোলেন। এআইএমআইএম, এআইএডিএমকে, বিজেপির মতো কয়েকটি দল এই বিলের বিরোধিতা করে। সংশোধনী পেশ করেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। কিন্তু সকল সংশোধনীর দাবি খারিজ করে পাস হয় বিলটি। বিলটি উত্থাপন করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন, ‘আজ দেশের জন্য একটা ঐতিহাসিক দিন। নারী শক্তি এবং নারীদের অধিকার রক্ষার্থে এ এক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।’ এনডিটিভি

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম