
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৬:৪০ পিএম
সেই ভিডিও ভাইরাল!
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১০:৩৬ পিএম

আরও পড়ুন
লাইভ টেলিভিশনে ধরা পড়া হৃদয়গ্রাহী এই মুহূর্তটি দ্রুতই ভাইরাল হয়ে গেছে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিতর্ক ও সমালোচনার মাঝে এনে দিয়েছে এক প্রশান্তির পরশ।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, বাংলাদেশি সাংবাদিক রেদওয়ান আহমেদ শাওন ফুটপাথে দাঁড়িয়ে ক্যামেরার সামনে রিপোর্টিং করছেন। তার বাম পাশে সারিবদ্ধভাবে চলছিল একাধিক সাইকেল, রিকশা। আর ডান পাশে চোখে চশমা পরা বেইজ রঙের পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তি কাঁধে ব্যাগ ঝুলিয়ে বিপরীত দিক থেকে হেঁটে আসছিলেন।
অচেনা সেই ব্যক্তিটি সাংবাদিক শাওনের পাশ দিয়ে চলে যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ থেমে পেছনে ফিরে তাকান এবং এক মুহূর্ত চিন্তা করেন। তারপর এগিয়ে এসে শাওনের কলার ঠিক করে দেন। এরপর তিনি স্বাভাবিকভাবে নিজের পথে চলে যান। আর সাংবাদিক শাওন যথারীতি তার টিভি রিপোর্টিং চালিয়ে যান।
এই ছোট্ট কিন্তু আন্তরিক মুহূর্তটি লাইভ সম্প্রচারে ধরা পড়ে এবং দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওটি শেয়ার করে রেদওয়ান আহমেদ শাওন লিখেছেন, ‘পুকি হুজুর’। যা আনুমানিকভাবে ‘মিষ্টি হুজুর’ বলে অনুবাদ করা যেতে পারে।
সোশ্যাল মিডিয়ায় ইতিবাচক প্রতিক্রিয়া
ভিডিওটির কমেন্ট সেকশন ইতিবাচক প্রতিক্রিয়ায় ভরে ওঠে। এক ব্যবহারকারী লেখেন, ‘ভাই, কী সুন্দর মুহূর্ত। আমাদের চারপাশে এখনো এমন অনেক বিনয়ী মানুষ আছে। যেন বড় ভাইয়ের মতো’।
আরেকজন মন্তব্য করেন, ‘আমার এটা খুব ভালো লেগেছে’।
অন্য একজন লেখেন, ‘কেউ ভালো কিছু করলে তাকে কটাক্ষ করা বোকামি’।
আরেকজন বলেন, ‘আমরা এমন এক সমাজে বাস করি, যেখানে কেউ ভালো কিছু করলেই তাকে নিয়ে মজা করা হয়’।
সাংবাদিকদের সঙ্গে লাইভ সম্প্রচারের মজার ঘটনা
এ ধরনের ঘটনা নতুন নয়। এর আগেও সাংবাদিকদের সঙ্গে লাইভ সম্প্রচারের সময় মজার ঘটনা ঘটেছে।
উদাহরণস্বরূপ, BBC-এর আবহাওয়া প্রতিবেদক ক্যারল কার্কউড উইম্বলডনে এক লাইভ আবহাওয়া রিপোর্টের সময় এক কুকুরের কাণ্ডে বিব্রত হন। কুকুরটি টেনিস বল মুখে নিয়ে দৌড় দেয় এবং হঠাৎ করে তাকে টেনে নিয়ে যায়!
এই ঘটনার পর তিনি বলেন, ‘এটা তো চেলসি ফ্লাওয়ার শোর মতো হয়ে গেল!’
তিনি ২০২১ সালের এক ঘটনার প্রসঙ্গ টানেন, যেখানে BBC ব্রেকফাস্টের লাইভ সম্প্রচারে একটি গাইড ডগ তাকে টেনে মাটিতে ফেলে দেয়।
এই ছোট ছোট মুহূর্তগুলোই প্রমাণ করে যে, মানবিকতা এবং আনন্দ এখনো আমাদের চারপাশে বিদ্যমান!