
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৪:২৯ এএম
বিশ্বের সবচেয়ে দামি চা, দাম শুনলে অবাক হবেন

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৪:১৯ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
চা-প্রেমি মানুষ প্রিয় পানীয় পান করতে কোথায় না যেতে চান। আপনি নিশ্চয়ই বিভিন্ন জায়গায় চায়ের স্বাদ নিয়েছেন। আজ আমরা আপনাকে এমন চায়ের সঙ্গে পরিচিত করাব, যা বিশ্বের সবচেয়ে দামি চা হিসাবে বিক্রি হয়ে থাকে।
আমাদের সকালে ঘুম থেকে উঠে চা, অফিসে কাজের ফাঁকে চা, আবার সন্ধ্যার পর স্ন্যাকসের সঙ্গে চা উপভোগ করার একটি আলাদা আনন্দ রয়েছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে, এক কাপ চায়ের দাম কোটি কোটি টাকা হতে পারে?
বিশ্বের সবচেয়ে দামি চা সম্পর্কে বলা হচ্ছে, যার নাম— দা হং পাও চা, যা 'চায়ের রানি' নামে পরিচিত। এই চা চীনের ফুজিয়ান প্রদেশের উয়ি পর্বতমালায় জন্মে এবং এর দাম এত বেশি যে, একজন সাধারণ মানুষের পক্ষে এটি কেনার কথা ভাবাও কঠিন।
দা হং পাও চা প্রতি কেজির দাম ১০ লাখ মার্কিন ডলারেরও বেশি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ কোটি টাকা। এটিকে বিশ্বের সবচেয়ে দামি চা করে তুলেছে। এই চা শেষবার ২০০৫ সালে সংগ্রহ করা হয়েছিল এবং তারপর থেকে এর দাম আরও বেড়েছে।
এই প্রজাতির চা খুবই বিরল এবং এর গাছপালা খুব সীমিত পরিমাণে পাওয়া যায়, যা এর দাম আরও বাড়িয়ে দেয়। দা হং পাও চা 'চায়ের রানি' নামেও পরিচিত এবং এর একটি অনন্য ফুলের এবং শিমের মতো স্বাদ রয়েছে, যা এটিকে অন্যান্য চা থেকে আলাদা করে। আর এই চায়ের দাম বেশি ও দুষ্প্রাপ্যতার কারণে এটি কেবল চীনের উচ্চবিত্ত মানুষের কাছেই নয়, বরং বিশ্বের কিছু নির্বাচিত মানুষের কাছেও একটি বিশেষ পণ্যে পরিণত হয়েছে।