Logo
Logo
×

চিত্র বিচিত্র

বিড়াল দেখে ইঁদুরের মরে যাওয়ার নাটক!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৯ পিএম

বিড়াল দেখে ইঁদুরের মরে যাওয়ার নাটক!

বিড়াল দেখে মরে যাওয়ার নাটক করল ছোট্ট একটি ইঁদুর। এ কাণ্ড দেখে হতবাক সবাই। একটি ভিডিওতে দেখা গেছে, বিড়াল দেখে রাস্তায় একটানা গড়াগড়ি খাচ্ছে ওই পুচকে ইঁদুর।

একটি বিড়াল ইঁদুর ধরবে বলে চুপচাপ গাড়ির নিচে বসে ছিল। কিন্তু তাকে দেখে ইঁদুর এমন কাণ্ড করেছে যে বিড়ালটা একেবারেই তাজ্জব বনে গেছে। মরে যাওয়ার অভিনয় করে রাস্তায় গড়াগড়ি খেতে শুরু করে ইঁদুরটি। সামাজিক মাধ্যমে বিড়াল-ইঁদুরের এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে এটা কোন দেশের বা কখন ধারণ করা হয়েছে তা জানা যায়নি।

‘লাভইউএফঅ্যানিম্যালস’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পেজে ভিডিওটি পোস্ট করা হয়। সেখানে দেখা গেছে, রাস্তায় অনবরত গড়াগড়ি খেয়ে চলছে একটি ইঁদুর। তার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে একটি বিড়াল। ইঁদুরটিকে দেখে এগিয়ে যাচ্ছে না সে। বরং শান্ত হয়ে বসে ইঁদুরের কাণ্ডকারখানা দেখছে বিড়ালটি।

রাস্তায় একটি গাড়ির নিচে দাঁড়িয়ে ছিল বিড়ালটি। তার সামনেই মরে যাওয়ার অভিনয় করতে গিয়ে রাস্তায় গড়াগড়ি খেতে শুরু করে ইঁদুরটি। তা দেখে বিড়ালটিই শান্ত হয়ে বসে থাকে। ঘটনাটি কোথায় ঘটেছে তা জানা না গেলেও ভিডিওটি দেখে সবাই বেশ মজা পেয়েছে।

একজন লিখেছেন, বাবা রে! এত নাটুকে! ভিডিওটি দেখে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেল। আবার একজন মন্তব্য করেছেন, কেমন নাটক করে গড়াগড়ি খাচ্ছে ইঁদুরটি! বিড়াল তো তাকে ধরার কথাই ভুলে গেল। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম