Logo
Logo
×

চিত্র বিচিত্র

৭৪ কোটি টাকায় কেনা কলা খেয়ে ফেললেন ক্রেতা!

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ১০:১৯ পিএম

৭৪ কোটি টাকায় কেনা কলা খেয়ে ফেললেন ক্রেতা!

ছবি: সংগৃহীত

শিল্পকর্মের তকমা পাওয়া কলা নিলামের মাধ্যমে কিনে খেয়ে ফেললেন ক্রেতা চীনা বংশোদ্ভূত ক্রিপ্টো উদ্যোক্তা জাস্টিন সান। প্রায় ৬.২ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৭৪ কোটি টাকারও বেশি খরচ করে কলাটি কিনেছিলেন তিনি।

গত সপ্তাহে সদেবিজ-এর সমকালীন শিল্প নিলামে তিনি এটি কিনেছিলেন। কেনার পরই অবশ্য কলাটি খেয়ে ফেলবেন বলে জানিয়েছিলেন সান।

কলা খাওয়ার জন্য তিনি হংকংয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেই সংবাদ সম্মেলনে কলাটি খাওয়ার পর তিনি বলেন, ‘এটি অন্যান্য কলার চেয়ে অনেক ভালো।’

তিনি আরও বলেন, ‘সংবাদ সম্মেলনে কলাটি খাওয়ার ঘটনাও শিল্পকর্মের ইতিহাসের একটি অংশ হয়ে উঠতে পারে।’

প্রসঙ্গত, ২০১৯ সালে কনসেপ্ট আর্টওয়ার্ক এই কলা শিল্পকর্মটির নাম ‘কমেডিয়ান’। এই শিল্পের স্রষ্টা প্রখ্যাত ইতালীয় শিল্পী মরিজিও ক্যাটেলান। শিল্পকর্মটি ডাক্ট টেপ দিয়ে দেয়ালে আটকে রাখা হয়।

এর আগেও দুবার এই শিল্পকর্মের প্রদর্শনীতে রাখা কলা খেয়ে ফেলার ঘটনা ঘটেছিল। প্রথমবার ২০১৯ সালে এক আর্টিস্ট কলাটি খেয়ে ফেলেছিলেন। দ্বিতীয়বার ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ার এক শিক্ষার্থী কলাটি দেওয়াল থেকে নিয়ে খেয়ে ফেলেন। তবে তারা এর জন্য এক টাকাও দেননি।

তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম