Logo
Logo
×

চিত্র বিচিত্র

পাঁচ টাকায় ১০ কেজি খাসির মাংস!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৩:১০ পিএম

পাঁচ টাকায় ১০ কেজি খাসির মাংস!

ফাইল ছবি

খাসির গোস্তের দাম শুনলেই এখন এড়িয়ে যান অনেকে। পোলট্রি কোনো রকমে কেনা যায়। কিন্তু খাসির গোস্তের দাম তো একেবারে আকাশছোঁয়া। তবে ভাগ্যের জোর থাকলে ৫ টাকাতেও মিলতে পারে খাসির গোস্ত। 

এমন কথা শুনে নিশ্চয় সবার চোখ কপালে উঠেছে। আসলে লটারিতে গাড়ি, টাকার প্রলোভন থাকে। কিন্তু তাই বলে খাসির গোস্ত। আর সেটাও এক-দু কেজি নয়, একেবারে দশ কেজি। 

এমনই এক ব্যতিক্রমী আয়োজন করেছেন ভারতের জলপাইগুড়ির ধূপগুড়িতে ‘ভুরিভোজ সমিতি’ নামের একটি সংগঠন। মূলত লটারির মাধ্যমে দেওয়া হয় এই গোস্ত। যে গোস্তের দিকে তাকিয়ে থাকেন অনেকেই কিন্তু কেনা সাধ্য থাকে না। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, লটারির মতোই টিকিট বিক্রি করা হচ্ছে। দাম পাঁচ টাকা। প্রথম পুরস্কার ১০ কেজি খাসির গোস্ত। মাত্র একজনই এই অফারটা পাবেন। দ্বিতীয় পুরস্কার পাঁচ কেজি খাসির গোস্ত। এক্ষেত্রেও একজনই এই পুরস্কার পাবেন। 

এছাড়া তৃতীয় পুরস্কার পাবেন দুজন। এখানে দুই কেজি করে খাসির গোস্ত দেওয়া হবে। আর এরপরের পুরস্কারগুলো হল ডিম। তাই বা খারাপ কী! এখন তো পোলট্রিম ডিমই অনেকের সাধ্যের বাহিরে থাকে। সেক্ষেত্রে যদি পুরস্কার হিসাবে ডিম পাওয়া যায় সেটাই বা মন্দ কী।

জানা যায়, এই ব্যতিক্রমী আয়োজনে সব মিলিয়ে ১৫ হাজার টিকিট করেছেন উদ্যোক্তারা। একেবারে হটকেকের মতো টিকিট বিক্রি হয়েছে। এই বিভিন্ন পেশার মানুষরা রয়েছেন। শিক্ষক, অটো চালক, ব্যবসায়ী থেকে, শ্রমিক, কৃষক, ছাত্র অনেকেই রয়েছেন এই ভুরিভোজ সমিতিতে। তাদের মাথাতেই এসেছে এই অভিনব ভাবনা। একেবারে হিসাব-নিকাশ করেই নেমেছে সমিতি। 

টিকিট বিক্রি করে লাভ হয়তো কিছুটা হলেও হতে পারে। তবে লাভ একটাই সেটা হল নির্ভেজাল আনন্দ। এটা তো কোটি টাকাতেও মেলে না। নিজেদের আনন্দের পাশাপাশি সবার মধ্যে সেই আনন্দ বিলিয়ে দেওয়ার জন্য এই অভিনব উদ্যোগ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম