Logo
Logo
×

চিত্র বিচিত্র

হোয়াটসঅ্যাপ গ্রুপের সাজেশনে বাড়িতেই সন্তান প্রসব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৪:০২ পিএম

হোয়াটসঅ্যাপ গ্রুপের সাজেশনে বাড়িতেই সন্তান প্রসব

ছবি : সংগৃহীত

শুধুমাত্র হোয়াটসঅ্যাপ গ্রুপের পরামর্শ নিয়ে বাড়িতেই সন্তান প্রসব করলেন এক প্রসূতি। আর সন্তান প্রসবে তাকে সাহায্য করলেন তার স্বামী। এমনই ঘটনা ঘটেছে প্রতিবেশী দেশ ভারতের চেন্নাইয়ে। বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজ্যজুড়ে শোরগোল পড়ে গেছে। 

এভাবে সন্তান প্রসব করায় দম্পতির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে স্বাস্থ্য বিভাগ। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। একই সঙ্গে মা ও শিশুকে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে। 

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদন থেকে জানা যায়, প্রসূতির নাম সুকন্যা এবং তার স্বামীর নাম মনোহর। তারা চেন্নাইয়ের একটি ভাড়া বাড়িতে থাকেন। এই দম্পতি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য। সেটির নাম হল ‘হোম বার্থ এক্সপেরিয়েন্স’। 

তদন্তকারীরা কর্মকর্তা জানিয়েছে, এই গ্রুপে এক হাজারেরও বেশি সদস্য রয়েছে। মূলত বাড়িতে কীভাবে সন্তান প্রসব করা যায় তাই নিয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে এই গ্রুপটি। এই গ্রুপের সাহায্য নিয়ে ওই নারী তার তৃতীয় সন্তান প্রসব করেন বাড়িতেই। তাদের ইতিমধ্যেই দুটি কন্যা রয়েছে, যাদের মধ্যে একটির বয়স আট এবং অন্যটির বয়স চার বছর। 

এই দম্পতিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, গর্ভধারণের পর থেকেই ওই নারী চিকিৎসকের কাছে যাননি। কোনো পরীক্ষাও করাননি।

পুলিশ জানিয়েছে, গত ১৭ নভেম্বর সুকন্যার প্রসব বেদনা শুরু হয়েছিল। তখন দম্পতি হাসপাতালে যাওয়ার পরিবর্তে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নির্দেশ এবং পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। মনোহরন নিজেই সন্তানের প্রসব করিয়ে ছিলেন। শিশুর জন্মের পর ওই এলাকার জনস্বাস্থ্য কর্মকর্তা কুন্দ্রথুর থানায় ওই দম্পতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, দম্পতির পদক্ষেপ নির্ধারিত চিকিৎসা নিরাপত্তা বিধি লঙ্ঘন করেছে।

এমন অভিযোগের পর পুলিশ মনোহরনকে জিজ্ঞাসাবাদ করে। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা জানতে পারে। 

পুলিশ জানিয়েছে, যে কোনো ডাক্তারি সাহায্য ছাড়াই বাড়িতে সন্তান প্রসব করায় হল এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মূল উদ্দেশ্য। এভাবে অনলাইন তথ্যের উপর নির্ভর করা প্রসূতি মায়েদের জন্য খুবই বিপজ্জনক হতে পারে। 

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, এখন ওই প্রসূতি এবং নবজাতকের যথাযথ চিকিৎসা নির্দেশিকা প্রয়োজন। তাই উভয়কেই প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম