Logo
Logo
×

চিত্র বিচিত্র

ফোনে মগ্ন তরুণী গাড়ির ধাক্কায় শূন্যে উড়ে গেলেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৪:৪১ পিএম

ফোনে মগ্ন তরুণী গাড়ির ধাক্কায় শূন্যে উড়ে গেলেন

ছবি: সংগৃহীত

কানে ইয়ারফোন নিয়ে রাস্তা পার হওয়া যে কতখানি বিপজ্জনক, তা আরও একবার প্রমাণ হয়ে গেল এই ঘটনায়। সিঙ্গাপুরের একটি ব্যস্ত রাস্তায় ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন এক তরুণী। ফোনে কথা বলতে বলতে রাস্তা পেরোচ্ছিলেন তিনি। ফোনে মগ্ন থাকায় খেয়াল করেননি যে, প্রবল গতিতে এগিয়ে আসছে একটি গাড়ি। গাড়ির ধাক্কায় কয়েক ফুট দূরে ছিটকে পড়েন তরুণী। সেই মারাত্মক দুর্ঘটনার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। 

‘ওনলি ব্যাঙ্গার’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে সেই ভিডিওটি প্রকাশিত হয়েছে। ভিডিও দেখে শিউরে উঠেছেন সমাজিক মাধ্যম ব্যবহারকারীরা। 

গাড়ির ড্যাশবোর্ডে যে ক্যামেরা লাগানো থাকে, তাতে ধরা পড়েছে পুরো ঘটনাটি। সেই ফুটেজে দেখা যায়, তরুণী ফোনে মগ্ন হয়ে রাস্তা পার হচ্ছেন। ট্র্যাফিক সিগন্যাল অমান্য করেই তিনি রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। দ্রুত ছুটে আসা গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন তিনি। হাত থেকে ছিটকে পড়ে ফোনও। দুর্ঘটনা ঘটতেই গাড়ি থেকে নেমে আসেন গাড়ির চালক। 

ভিডিওতে দেখা যায়, ধাক্কা লাগার পরেও উঠে বসেন ওই তরুণী। দেখে নেন ফোনটি ঠিক আছে কিনা। ১৩ নভেম্বর রাতে ঘটে এই ঘটনাটি। ভিডিওটি পোস্ট হওয়ার পর কয়েক লক্ষ বার দেখা হয়েছে। 

মারাত্মকভাবে আঘাত লাগার পরেও ওই তরুণী যেভাবে উঠে বসে আগে নিজের ফোনের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েন তা নিয়ে প্রবল সমালোচনা শুরু হয়েছে সমাজিক মাধ্যমে। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘গুরুতর আঘাতের পর তরুণীর প্রথম কাজ ছিল তার ফোন খুঁজে পাওয়া।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম