Logo
Logo
×

আন্তর্জাতিক

ছাগল জবাই করায় জরিমানা সাড়ে ৩ কোটি টাকা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ১১:৫৫ পিএম

ছাগল জবাই করায় জরিমানা সাড়ে ৩ কোটি টাকা

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ১১ বছর বয়সি মেয়ের পোষা ছাগল ধরে জবাই করা হয়। এ কাজে সহায়তা করার অভিযোগ ওঠে শাস্টা কাউন্টি শেরিফ অফিসের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হওয়ায় শেরিফ অফিসকে তিন লাখ ডলার বা তিন কোটি ৫৮ লাখ টাকা জরিমানা দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

১ নভেম্বর এ আদেশ দেন আদালত। ২০২২ সালের ঘটনা। সিডার নামের ছাগলটিকে পুষেছিল মেয়েটি। পরিবারটি শাস্টা ডিস্ট্রিক্ট ফেয়ারে কম বয়স্ক গবাদিপশুর নিলামের জন্য ছাগলটির নাম নথিবদ্ধ করে। তবে পরে মেয়েটি কোনোভাবেই ছাগলটাকে দিতে রাজি হয়নি। পরিবারের পক্ষ থেকেও নিলামে না তোলার জন্য অনুরোধ করা হয়। নিউইয়র্ক পোস্ট। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম