Logo
Logo
×

চিত্র বিচিত্র

বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়ালের বিদায়

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৬ পিএম

বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়ালের বিদায়

বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়াল রোজি মারা গেছে। বিড়ালটির মালিক লিলা ব্রিসেট তুলতুলে কচ্ছপের মতো খোলসবিশিষ্ট বিড়াল রোজিকে বিদায় জানিয়েছেন।

নিউইয়র্কপোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের নরউইচে নিজের মালিকের বাড়িতে ৩৩ বছর বয়সে বিড়ালটি মারা যায়। 

রোজি ১৯৯১ সালে জন্মগ্রহণ করেছে। অনেকটা অনানুষ্ঠানিকভাবেই ‘বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়াল’ উপাধি পেয়েছে রোজি। গত জুনে ৩৩ বছরে পা দেয় রোজি। 

রোজিকে দত্তক নেওয়া লীলা বলেন, আমি ওকে খুব মিস করবো। ওর অবস্থা তেমন ভালো ছিল না। হঠাৎ বাড়ির বারান্দায় গিয়ে শুয়ে পড়ল। আর কিছুক্ষণ পরই মারা গেল। আমাদের অনেক ভালো স্মৃতি আছে এবং আমি খুশি যে আমরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি। 

জীবনের শেষ বছরগুলোতে জানালার কাছেই ঘুমাতো রোজি। বাইরে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করতো না। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম