Logo
Logo
×

চিত্র বিচিত্র

অনাদরে থাকা মুদ্রাটি এখন ৫ লাখ ডলার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৮ পিএম

অনাদরে থাকা মুদ্রাটি এখন ৫ লাখ ডলার

মুদ্রাটি ব্যাংকের ভল্টে চার দশকের বেশি সময় অনাদরে পড়ে ছিল। যুক্তরাষ্ট্রের ওহাইওর তিন বোন উত্তরাধিকার সূত্রে সেটির মালিকানা পেয়েছিলেন। কয়েক বছর আগেও এ মুদ্রার প্রকৃত মূল্য সম্পর্কে তাদের ছিল না বিন্দুমাত্র ধারণা। এপি। 

তাদের ভাই ও মা ১৯৭৮ সালে ত্রুটিযুক্ত ওই মুদ্রা ১৮ হাজার ২০০ ডলারে কেনেন। যেটির বর্তমান দাম সর্বোচ্চ ৯০ হাজার ডলার হতে পারে বলে ধারণা ছিল তাদের।

অতি বিরল এ মুদ্রা সান ফ্রান্সিসকোর ইউএস মিন্টে (টাকশাল) ১৯৭৫ সালে তৈরি করা হয়। এটির মূল্য এখন ৫ লাখ মার্কিন ডলারের বেশি বলে জানিয়েছেন গ্রেটকালেকশনসের প্রেসিডেন্ট ইয়ান রাসেল। বাংলাদেশি টাকায় মুদ্রাটির মূল্য ৫ কোটি ৯০ লাখ টাকার বেশি (১ ডলার সমান ১১৮ টাকা হিসাবে)। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম