বিশ্বের সবচেয়ে বয়স্ক কুমির হেনরির ৬ স্ত্রী, বাচ্চা ১০ হাজার!
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:১২ এএম
১২৩ বছর বয়সি ৭০০ কেজি ওজনের কুমির হেনরি। ছবি: সংগৃহীত
বিশ্বের প্রাচীনতম কুমির হিসাবে ভাবা হচ্ছে ১২৩ বছর বয়সি ৭০০ কেজি ওজনের কুমির হেনরিকে। তার আকার প্রায় ১৬ ফুট।
গত ১২৩ বছর বয়সে তার ছয়টি স্ত্রীর গর্ভে ১০ হাজারটিরও বেশি বাচ্চার জন্ম দিয়েছে। এনডিটিভি জানায়, হেনরির জš§ বতসোয়ানার ওকাভাঙ্গো ডেল্টায়। সেখানে ১৯০০ সালের ১৬ ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন প্রাণীটি।
গত তিন দশক ধরে দক্ষিণ আফ্রিকার একটি সংরক্ষণ কেন্দ্রে রয়েছে হেনরি। এনডিটিভি