Logo
Logo
×

চিত্র বিচিত্র

পুলিশ পারেনি, মালিক চিনে নিল মহিষ নিজেই

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৪, ০৪:৫৪ পিএম

পুলিশ পারেনি, মালিক চিনে নিল মহিষ নিজেই

মহিষের মালিক কে, সেটা ঠিক করে দিয়েছে মহিষ নিজেই। ভারতের উত্তর প্রদেশের পুলিশ আর পঞ্চায়েত মিলে যে সমস্যার সমাধান করতে পারেনি, মহিষ করে দিয়েছে সেই সমস্যার সমাধান।

মহিষের মালিকানা নিয়ে প্রথমে সালিশ হয় পঞ্চায়েতে। কিন্তু কোনো মীমাংসা হয়নি। পরে পুলিশের কাছে এই সালিশ যায়। কিন্তু পুলিশ কিভাবে মালিকানা নির্ধারণ করবে, তার কূলকিনারা করতে পারছিল না। 

এরপর তারা মহিষটিকে রাস্তায় ছেড়ে দেয়। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর মহিষটি তার মালিকের বাড়ির দিকে চলতে থাকে। এভাবে মালিকানা নিয়ে বিবাদের অবসান হয়।

উত্তর প্রদেশের মহেশগঞ্জ থানার রায় আসকারানপুর গ্রামে এ ঘটনা ঘটে। মহিষের মালিক নন্দনাল সরোজ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম