লন্ডন থেকে টেক্সাসের উদ্দেশে ৩০০ যাত্রী নিয়ে রওনা দিয়েছিল একটি বিমান। কিন্তু টানা সাড়ে ৯ ঘণ্টার যাত্রার পর যেখান থেকে যাত্রা করেছিল সেই জায়গাতেই ফিরে এসেছে ফ্লাইটটি। মাঝখানে ঘুরলো ৭ হাজার ৭৭৯ কিমি দূরত্ব।
সম্প্রতি রাত ৯টা ২৭ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে এই ফ্লাইটটি ছেড়ে যায়। এরপর ৭৭৭৯ কিমি ভ্রমণ করে ফ্লাইটটি আবার লন্ডনে ফিরে আসে।
নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, বোয়িংয়ের ৭৮৭-৯ ড্রিমলাইনার ফ্লাইট লন্ডন থেকে টেক্সাস যাচ্ছিল। কিন্তু, কানাডার আকাশসীমায় পৌঁছানোর সময় বিমানটি কিছু প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়েছিল। এরপর ফ্লাইটটিকে আবার লন্ডনে ফিরিয়ে নেওয়া হয়।