Logo
Logo
×

চিত্র বিচিত্র

২৫ ফুট উঁচু সাইকেল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৪, ০৯:১২ পিএম

২৫ ফুট উঁচু সাইকেল

২৫ ফুট পাঁচ ইঞ্চি উঁচু একটি বাইসাইকেল বানিয়েছেন ফ্রান্সের দুই বন্ধু। যেটিতে চড়ে চালানোও যায়। এর মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজেদের নাম লিখিয়েছেন নিকেলা বাহিও ও ডেভিড পেরো। 

দুই বছরের খাটাখাটনির পর সম্প্রতি বাইসাইকেলটি তৈরি করেন তারা। এছাড়া চালানোর উপযোগী সবচেয়ে বেশি উচ্চতার বাইসাইকেলের আগের রেকর্ডটিও ভেঙেছেন তারা। আগেরটি ছিল ২৪ ফুট ৩ ইঞ্চি উঁচু। বাইসাইকেলের চাকা দুটি সাধারণ আকৃতিরই। 

প্যাডেল জোড়া পেছনের চাকার সঙ্গে সংযুক্ত আছে, একটি ১৬ মিটার লম্বা চেইনের মাধ্যমে। ঘণ্টায় ১৫-২০ কিলোমিটার বেগে চলতে সক্ষম এই সাইকেল। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম