Logo
Logo
×

চিত্র বিচিত্র

থাইল্যান্ডে বিরল যমজ হাতির জন্ম

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৪, ১০:৩৩ পিএম

থাইল্যান্ডে বিরল যমজ হাতির জন্ম

থাইল্যান্ডে যমজ হাতির জন্ম হয়েছে। ঘটনাটি অলৌকিক বলে জানিয়েছেন দেশটির আয়ুথায় এলিফ্যান্ট পার্ক এবং রয়াল ক্রালের কর্মীরা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৩৬ বছর বয়সের মাদি হাতি চামচুরিরে যমজ শাবকের জন্ম দেয়। ৭ জুন মা হাতিটি প্রথমে পুরুষ শাবক ও পরে মেয়ে শাবকের জন্ম দেয়। 

সেভ দ্য এলিফ্যান্টের তথ্যমতে, মাত্র ১ শতাংশ হাতির যমজ সন্তান জন্মের ঘটনা দেখা যায়। একসঙ্গে পুরুষ ও মেয়ে শাবক জন্ম দেওয়ার ঘটনা আরও বিরল। পার্কটির পশু চিকিৎসক লার্ডথঙ্গটার মেপান বলেন, যমজ হাতি দেখার সৌভাগ্য সবার হয় না। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম