সাধারণত মানুষ হাত দিয়ে কিবোর্ডে টাইপ করে। শারীরিক সমস্যা থাকলে সেক্ষেত্রে পা দিয়েও টাইপ করে থাকে। তবে ভারতীয় নাগরিক বিনোদ কুমার চৌধুরী যেন সবার থেকে আলাদা।
সম্প্রতি নাক দিয়ে টাইপ করে রেকর্ড গড়েছেন তিনি। নাক দিয়ে কিবোর্ডে ইংরেজি বর্ণমালা ২৫ দশমিক ৬৬ সেকেন্ডে টাইপ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন তিনি। ৪৪ বছর বয়সী এই ভারতীয় প্রথমবার এ কাজে ২৭ দশমিক ৮ সেকেন্ড সময় নিয়েছিলেন।
পরেরবার তিনি নাক দিয়ে ২৬টি বর্ণ টাইপ করেন ২৬ দশমিক ৭৩ সেকেন্ডে। এবার সব রেকর্ড ভেঙেছেন বিনোদ। ইউপিআই।