Logo
Logo
×

চিত্র বিচিত্র

মোরগের ডাকে অতিষ্ঠ হয়ে কাউন্সিলে গ্রামবাসী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৪, ১০:১৯ পিএম

মোরগের ডাকে অতিষ্ঠ হয়ে কাউন্সিলে গ্রামবাসী

রাতে মোরগের ডাকে অতিষ্ঠ হয়ে সাহায্যের জন্য কাউন্সিলে গেছেন গ্রামবাসী। এমন অদ্ভুত ঘটনা ঘটেছে পূর্ব ইংল্যান্ডের নরফোল্কের ডার্বিশায়ারের কমন রোড এলাকায়। 

ওই গ্রামে এক পক্ষ বলছে, বন্য মোরগের ডাকে তারা রাতে ঘুমাতে পারছেন না। তাই তারা কাউন্সিলে গেছেন সমাধানের জন্য। অন্য পক্ষের দাবি, এটা গ্রামের ঐতিহ্য; এতে অসুবিধার কিছু নেই।

ডার্বিশায়ার পরিষদ কাউন্সিল প্রাণীগুলো বিতাড়নের পরিকল্পনা করছে দাবি করে তা রুখতে পিটিশনও করেছেন তারা। মঙ্গলবার উভয়পক্ষের মন্তব্য শুনেছে কর্তৃপক্ষ। কাউন্সিল জানিয়েছে, বিশেষজ্ঞদের মতামত চেয়েছি। তাদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইউপিআই।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম