Logo
Logo
×

চিত্র বিচিত্র

১ বছর বয়সি চিত্রশিল্পী লিয়ামের রেকর্ড 

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৪, ০৯:৩০ পিএম

১ বছর বয়সি চিত্রশিল্পী লিয়ামের রেকর্ড 

ঘানার এস-লিয়াম নানা সাম আঙ্কারাহ, যার বয়স মাত্র ১ বছর ১৫৩ দিন। তবে সম্প্রতি গিনেস বুক অব রেকর্ডে তার নাম উঠেছে। কারণ তিনিই এখন বিশ্বের সর্বকনিষ্ঠ পুরুষ শিল্পী। 

হামাগুড়ি শেখার সময় এক জায়গায় বসিয়ে রাখা যেত না লিয়ামকে। তাই নিজের কাজে মনোযোগ ধরে রাখতে মেঝেতে একটি বড় ক্যানভাস আর রং দিয়ে লিয়ামকে ব্যস্ত রাখতেন মা চিত্রশিল্পী চ্যান্টেল। 

এরপর একের পর এক ক্যানভাস রাঙিয়েছে লিয়াম। তার নির্মিত ২০টিরও বেশি পেইন্টিং ঘানার বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে প্রদর্শনীতে দেওয়া হয়। যার মধ্যে ৯টি পেন্টিং বিক্রি হয়ে যায়। গিনেস ওয়ার্ল্ড অব রেকর্ড।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম