Logo
Logo
×

চিত্র বিচিত্র

৩ মিনিটে ১৫ হাজার ফুট নিচে নেমে গেল বিমান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩, ০৬:১৫ পিএম

৩ মিনিটে ১৫ হাজার ফুট নিচে নেমে গেল বিমান

চলন্ত অবস্থায় ১১ মিনিটে প্রায় ২০ হাজার ফুট নিচে নেমে আসে একটি বিমান। ১৫ হাজার ফুট নিচে নামতে সময় লেগেছে  মাত্র তিন মিনিট। 

আমেরিকান এয়ারলাইনসের একটি বিমানে সম্প্রতি এমন ঘটনা ঘটেছে। নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের শার্লট এলাকা থেকে উড়োজাহাজটি যাচ্ছিল ফ্লোরিডা অঙ্গরাজ্যের গেইনেসভিলের দিকে।

ফ্লাইট অ্যাওয়ারের তথ্য বলছে, ১১ মিনিটে উড়োজাহাজটি প্রায় ২০ হাজার ফুট নিচে নেমে আসে। যাত্রা শুরুর ৪৩ মিনিট পর ছয় মিনিটেরও কম সময়ের মধ্যে উড়োজাহাজটি ১৮ হাজার ৬০০ ফুট নিচে নেমে আসে।

ভয়ংকর ঘটনাটি ঘটার আগে অবশ্য উড়োজাহাজ কর্তৃপক্ষ যাত্রীদের সতর্ক করেছিল।

ফ্লাইটের যাত্রী ও ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হ্যারিসন হোভ সামাজিক যোগাযোগমাধ্যমে ভয়ংকর এই অভিজ্ঞতার কথা বলেছেন। 

পুরো ঘটনাটি ভয়ংকর ছিল জানিয়ে তিনি বলেন, যাত্রীরা যাতে বেশি অক্সিজেন পায়, সেই ব্যবস্থা সঙ্গে সঙ্গেই করা হয়েছিল। পুরো পরিস্থিতি ভয়ংকর হয়ে উঠেছিল। তবে কিছু সময় পরেই ঠিক হয়ে যায়।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম