Logo
Logo
×

চিত্র বিচিত্র

মহাকাশেই যোগ ব্যায়াম মহাকাশচারীর

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৩, ০৬:৪৮ পিএম

মহাকাশেই যোগ ব্যায়াম মহাকাশচারীর

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যোগ ব্যায়াম করলেন মহাকাশচারী। তিনি সংযুক্ত আরব আমিরাতের মহাকাশচারী সুলতান আলনেয়াদি। 

বুধবার যোগ ব্যায়াম করার ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন তিনি। যোগ কেবল শরীর নয় মনও চাঙা করে বলে অভিব্যক্তিও প্রকাশ করেন সুলতান। 

টুইট বার্তায় তিনি লেখেন, আমি ব্যক্তিগতভাবে যোগ পছন্দ করি। এটি কেবল শরীরের শক্তি বাড়ায় না বরং মনকেও তীক্ষ্ম করে, চাপ কমায়। আপনার প্রিয় যোগ আসন কোনটি। 

মূলত ২১ জুন বিশ্বজুড়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে মহাকাশে যোগ আসনে বসেন এই মহাকাশচারী। ২০২২ সালে সামান্থা ক্রিস্টোফোরেত্তি নামে মহাকাশ বিজ্ঞানীর যোগ ব্যায়াম করার ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। 

সূত্র: এনডিটিভি

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম