Logo
Logo
×

চিত্র বিচিত্র

নিজে না খাইয়ে মাছকে খাওয়াচ্ছে হাঁস (ভিডিও)

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২০, ১১:৩১ এএম

নিজে না খাইয়ে মাছকে খাওয়াচ্ছে হাঁস (ভিডিও)

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে একটি ভিডিও।

টুইটারে কেবল একজনের অ্যাকাউন্ট থেকেই ভিডিওটি ২২ হাজারেরও বেশি বার দেখা হয়েছে।

শেয়ার করা হচ্ছে অগণিত। আর তা হওয়ারই কথা। অভিনব এই ভিডিও নেটিজেনদের মন মাতাচ্ছে রীতিমতো।

ভিডিওটিতে দেখা গেছে, পুকুর পাড়ে হাঁস-মুরগিদের খাওয়ার মতো শস্যদানা একটি ট্রে-তে ভরে রাখা রয়েছে। একটি হাঁস ট্রে-তে রাখা তার খাবার ঠোঁটে করে তুলে নিজে খাচ্ছে না। পুকুরের পানিতে বিচরণ করা বড় আকারের মাছগুলোকে খাওয়াচ্ছে। ঠিক যেন মা তার সন্তানকে অতিযত্নে খাওয়াচ্ছে। হাঁসটি বারবার শস্যদানা নিজের চ্যাপ্টা ঠোঁটে তুলছে আর পানিতে খাবারের অপেক্ষায় থাকা মাছগুলোকে খাওয়াচ্ছে।

ভিডিওটি প্রথম টুইটারে শেয়ার করেন প্রবীণ কাসওয়ান নামের ভারতীয় বন দফতরের এক কর্মকর্তা।

তিনি লিখেছেন, ‘হাসগুলো আমাকে শিখিয়ে দিল বন্ধুত্ব বলতে আসলে কী বোঝায়। এই মাছগুলো একজন ভালো বন্ধু পেয়েছে, এটি নিশ্চিত করে বলা যায়।’

তার সেই ভিডিওতে অনেকে চমৎকার সব মন্তব্য করেছেন।

একজন লিখেছেন– ‘দারুণ সুন্দর একটি দৃশ্য। মন ভরে গেল।’  

আরেকজন লিখেছেন– ‘এ যেন ইশপের গল্পের বাস্তব রূপ দেখলাম।’

অনেকেই লিখেছেন– ‘মাছ ও হাঁসের এই বন্ধুত্ব কতটা পবিত্র।’

তবে সবচেয়ে দামি যে মন্তব্যটি এসেছে তা হলো– ‘মানুষের মাঝে মমত্ববোধ কমে যাচ্ছে। মাছ ও হাঁসের এই বন্ধুত্ব থেকে মানুষের শিক্ষা নেয়া উচিত।’

ভিডিওটি দেখুন -

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম