ফেসবুকে পোস্ট করা সেই অদ্ভুত প্রাণীর ছবি।
বিরল প্রজাতির এক প্রাণীর দেখা মিলল অস্ট্রেলিয়ার নর্থ টেরিটোরির কাকাডু ন্যাশনাল পার্কে।
প্রাণীটিকে অনেকে নতুন কোনো প্রজাতির মাছ বললেও এটিকে সরীসৃপ ধরনের কিছু বলছেন।
অদ্ভুত দর্শন এই প্রাণীটি দেখতে অনেকটা মাছের মতোই। এর দেহ প্রায় ১৫ সেন্টিমিটার লম্বা ও গায়ের রঙ কালো। চ্যাপ্টা মুখের এই প্রাণীর কোনো চোখ নেই। এ ছাড়া নেই কোনো মুখগহ্বর।
ফেসবুকে ছড়িয়ে পড়েছে অদ্ভুত দর্শন ওই প্রাণীটির ছবি। সেখানে অনেকেই প্রাণীটি সম্পর্কে কিছু তথ্য দিয়েছেন।
কেউ লিখেছেন- ‘এটি একটি মাছ। তবে মোটেই ক্ষতিকর নয়। কাঁচের মতো স্বচ্ছ দাঁত আছে এদের।’
কেউ লিখেছেন- ‘হ্যাঁ এটি সত্য এদের চোখ নেই। এরা কাদার ভেতর থাকে বলে সচরাচর ধরা পড়ে না।’
কাকাডু ন্যাশনাল পার্কে মাছ ধরতে ছিপ ফেলেছিলেন অ্যান্ড্রু রোজ নামে এক স্থানীয়। আর বড়শিতে ধরা পড়ে এ প্রাণীটি।
এ বিষয়ে অ্যান্ড্রু জানিয়েছেন, এটি আমার জন্য চমক। এমন প্রাণী কখনও দেখিনি।
প্রাণীটি বিরল ও একে ছেড়ে দেয়াই উচিত মনে হয়েছিল তার। তিনি একে হুক থেকে আলাদা করে ফের পানিতে ছেড়ে দেন৷
তবে আজব এই প্রাণীটির ছবি তুলে রাখতে ভোলেননি অ্যান্ড্রু৷