চিত্র বিচিত্র’ বিভাগে পাওয়া যায় বিশ্বের নানা প্রান্তের অদ্ভুত, বিস্ময়কর, বিনোদনমূলক এবং জীবনের বিচিত্র সব খবর। কোথাও মানুষ পাখির মতো উড়ছে, কোথাও আবার বিড়াল চালাচ্ছে রোবট—এমনই মজার ও ভাবনার খোরাক জাগানো কনটেন্টে ভরপুর এই বিভাগ।

এখানে রয়েছে বিজ্ঞান ও কল্পনা, সংস্কৃতি ও রুচি, খাবার ও ফ্যাশন, প্রাণীজগত থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত বিস্ময়কর তথ্যের সংগ্রহ—যা পাঠকদের মনে আনন্দের পাশাপাশি বিস্ময়ও জাগায়। যারা প্রতিদিনের খবরে একটু ভিন্নতা খোঁজেন, "চিত্র বিচিত্র" তাদের জন্য এক রঙিন জানালা।