
প্রিন্ট: ২৫ এপ্রিল ২০২৫, ০৩:৫৩ এএম
ট্রাম্প প্রশাসনের কাছে ‘আত্মসমর্পণ’ করবে না হার্ভার্ড

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১০:৪৫ এএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দাবি মেনে চলবে না হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। স্থানীয় সময় সোমবার (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়টির আইনজীবীরা বলেছেন, প্রতিষ্ঠানটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শুক্রবারের পাঠানো দাবি মেনে চলবে না।
এক প্রতিবেদনে মিডল ইস্ট আই বলেছে, সোমবার হার্ভার্ডের আইনজীবীরা ট্রাম্প প্রশাসনের কাছে একটি চিঠি পাঠায়। এতে প্রতিবাদী সুরে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষ এবং অন্য যেকোনো ধরনের ‘গোঁড়ামি’ মোকাবিলায় হার্ভার্ডের প্রচেষ্টাকে ‘অবহেলা’ করছে এবং মার্কিন সুপ্রিম কোর্ট কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা লঙ্ঘন করছে।
এতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ‘তার স্বাধীনতা ত্যাগ করবে না’।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ক্যাম্পাসে বিক্ষোভের কথা উল্লেখ করে ট্রাম্প প্রশাসন গত ৩ এপ্রিল হার্ভার্ডকে ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে বেশ কিছু দাবির একটি তালিকা পাঠিয়েছে।
প্রাথমিকভাবে ট্রাম্প প্রশাসন বলেছে, তারা ৯ বিলিয়ন ডলারের ফেডারেল তহবিল এবং অনুদান পর্যালোচনা করছে।
প্রশাসন বলেছে, তারা বর্তমান চুক্তিতে ২৫৫.৬ মিলিয়ন ডলারেরও বেশি এবং বহু বছর ধরে ছড়িয়ে থাকা ৮.৭ বিলিয়ন ডলারের অনুদান পর্যালোচনা করবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এই পর্যালোচনাটি এটি নিশ্চিত করার জন্য যে বিশ্ববিদ্যালয়টি তার নাগরিক অধিকারের দায়িত্বসহ ফেডারেল নিয়ম মেনে চলছে।
সে সময় মার্কিন শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমাহন এক বিবৃতিতে বলেন, ‘হার্ভার্ড প্রজন্মের পর প্রজন্ম ধরে আমেরিকান স্বপ্নের প্রতীক হিসেবে কাজ করে আসছে। সারা বিশ্বের শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করার এবং এই বিখ্যাত প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সর্বোচ্চ আকাঙ্ক্ষা রয়েছে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের ইহুদি-বিরোধী বৈষম্য থেকে রক্ষা করতে হার্ভার্ডের ব্যর্থতা এর সুনামকে গুরুতর ঝুঁকির মধ্যে ফেলেছে। ’
শিক্ষামন্ত্রী বলেন, ‘হার্ভার্ড এই ভুলগুলো সংশোধন করতে পারে এবং একাডেমিক উৎকর্ষতা এবং সত্য-অনুসন্ধানের জন্য নিবেদিত একটি ক্যাম্পাসে নিজেকে পুনরুদ্ধার করতে পারে, যেখানে সমস্ত শিক্ষার্থী তার ক্যাম্পাসে নিরাপদ বোধ করবে। ’
এরপর গত ১১ এপ্রিল ফেডারেল টাস্ক ফোর্স টু কমব্যাট এন্টিসেমিটিজমের সদস্যরা হার্ভার্ডকে তাদের বর্ধিত দাবিগুলোর বিস্তারিত বিবরণ দিয়ে একটি চিঠি পাঠায়।
হার্ভার্ডের আইনজীবীরা সরকারের এই আলটিমেটামকে অসাংবিধানিক বলে প্রত্যাখ্যান করেছেন।