Logo
Logo
×

আন্তর্জাতিক

ধনকুবের ও মিডিয়া কর্মীতে গড়ে উঠছে ট্রাম্পের মন্ত্রিসভা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ১০:৩৮ পিএম

ধনকুবের ও মিডিয়া কর্মীতে গড়ে উঠছে ট্রাম্পের মন্ত্রিসভা

নির্বাচিত হয়েই বিশ্বস্ত মিত্রদের নিয়ে নিজের প্রশাসন সাজাতে শুরু করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই নতুন প্রশাসনে ধনকুবের ও মিডিয়াকর্মীদের বেশ গুরুত্ব দিচ্ছেন তিনি। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ট্রাম্প। দ্য গার্ডিয়ান, বিবিসি। 

ধনকুবের হওয়ার্ড লুটনিককে বাণিজ্যমন্ত্রী হিসাবে মনোনয়ন দিয়েছেন ট্রাম্প। মঙ্গলবার ট্রাম্প এক বিবৃতিতে লুটনিকের প্রশংসা করে বলেছেন, ‘তার (লুটনিক) ওয়াল স্ট্রিটে ৩০ বছরের বেশি সময় ধরে কাজ করার দুর্দান্ত অভিজ্ঞতা রয়েছে।’ 

তিনি আরও বলেছেন, ‘তিনি (লুটনিক) যুক্তরাষ্ট্রের রাজস্ব ও বাণিজ্যের বিষয়গুলোয় নেতৃত্ব দেবেন। সে সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের অতিরিক্ত প্রত্যক্ষ দায়িত্বও সামলাবেন।’ এটা এমন একটি প্রশাসনিক পদ, যেখানে বসে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বৃহত্তর ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে সরাসরি সংযোগ রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচিত হয়। লুটনিক মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ক্যানটর ফিতজগেরাল্ডের প্রধান। তিনি রিপাবলিকান পার্টির ক্ষমতা গ্রহণের প্রস্তুতিসংক্রান্ত দলের কো-চেয়ার হিসাবেও দায়িত্ব পালন করছেন। 

এছাড়া ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) সহপ্রতিষ্ঠাতা লিন্ডা ম্যাকমোহনকে দেশটির পরবর্তী শিক্ষামন্ত্রী হিসাবে মনোনীত করেছেন ট্রাম্প। লিন্ডাকে মনোনীত করার বিষয়ে তিনি বলেছেন, গত চার বছর ধরে আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের (এএফপিআই) বোর্ড চেয়ারম্যান হিসাবে লিন্ডা অভিভাবকদের অধিকার রক্ষায় দৃঢ় ভ‚মিকা রেখেছেন। তার (ট্রাম্প) বিশ্বাস লিন্ডা ম্যাকমোহন শিক্ষামন্ত্রী হিসাবে প্রতিটি অঙ্গরাজ্যে ‘ইউনিভার্সাল স্কুল চয়েস’ ধারণাকে ছড়িয়ে দিতে প্রশংসনীয় কাজ করবেন। মা-বাবাদের তাদের পরিবারের শিক্ষাসংক্রান্ত বিষয়ে সবচেয়ে ভালো সিদ্ধান্তগুলো নেওয়ার ব্যাপারে দক্ষ করে তুলতে নিরলস প্রচেষ্টা চালাবেন তিনি।

এদিকে স্বাস্থ্য খাতের বৃহৎ সংস্থা সেন্টার ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইডের জন্য সাবেক টেলিভিশন হোস্ট এবং চিকিৎসক মেহমেত ওজকে মনোনয়ন দিয়েছেন ট্রাম্প। মার্কির নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় ড. ওজের চেয়ে সম্ভবত আর কোনো যোগ্য চিকিৎসক নেই বলে মন্তব্য করেছেন তিনি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দ্য অপরাহ উইনফ্রে নামের একটি টিভি শোর মাধ্যমে খ্যাতি অর্জন করেছিলেন ওজ। এর আগে তিনি মেডিকেলে একজন সার্জন হিসাবে প্রশিক্ষণ নিয়েছিলেন। পাশাপাশি টেলিভিশনে তিনি বেশ কিছু অনুষ্ঠান সঞ্চালনাও করেছেন। খ্যাতির পাশাপাশি তিনি কোভিডের সময় নিরাময় হিসাবে ম্যালেরিয়ার ওষুধের পরামর্শ দিয়ে বেশ সমালোচিতও হয়েছিলেন। ট্রাম্পের ট্রানজিশন টিম এক বিবৃতিতে বলেছে, স্বাস্থ্য বিভাগের প্রধান রবার্ট এফ কেনেডি জুনিয়রের সঙ্গে কাজ করবেন ওজ। প্রতি বছর ১৫০ মিলিয়নের বেশি আমেরিকানকে স্বাস্থ্যসেবা প্রদান করে মেডিকেয়ার এবং মেডিকেইড। 

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা কর্মসূচির বৃহত্তম সংস্থা এটি। এছাড়া দেশটির সরকারি এই সংস্থা স্বাস্থ্য বিমাসহ চিকিৎসক, হাসপাতাল এবং ওষুধ কোম্পানিগুলোর খরচ বহনেও নজরদারি করে। এই সংস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সরকার ২০২৩ সালে সংশ্লিষ্ট খাতে ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার ব্যয় করেছে। সঠিক সুরক্ষা নিশ্চিত করে স্বাস্থ্য খাতের অতিরিক্ত ব্যয় কমিয়ে আনতেই ওজের ওপর ভরসা রেখেছেন ট্রাম্প।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম