Logo
Logo
×

যুক্তরাষ্ট্র

নতুন করে পারমাণবিক অস্ত্র মহড়া শুরু রাশিয়ার, যা বলল যুক্তরাষ্ট্র

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০১:৫৯ পিএম

নতুন করে পারমাণবিক অস্ত্র মহড়া শুরু রাশিয়ার, যা বলল যুক্তরাষ্ট্র

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন করে কৌশলগত পারমাণবিক অস্ত্র মহড়া শুরুর ঘোষণা দিয়েছেন। ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার মহড়া চলবে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে পশ্চিমারা। 

মঙ্গলবার পারমাণবিক বাহিনীর আরেকটি মহড়া পরিচালনা করছে রাশিয়া। খবর রয়টার্সের।

মঙ্গলবার পুতিন জানিয়েছেন, শীর্ষ কর্মকর্তারা এসব অস্ত্রের ব্যবহার তাদের কতটা আয়ত্বে আছে তা নতুন করে খতিয়ে দেখার জন্য এই মহড়ার আয়োজন করা হয়েছে। 

তিনি বলেন, রাশিয়া কোনো অস্ত্র প্রতিযোগিতায় অংশ নেবে না। তবে মস্কো চায় তাদের পারমাণবিক বাহিনী অস্ত্র ব্যবহারের জন্য প্রস্তুত থাকুক।

ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে পুতিন বরাবরই নিজ দেশের পারমাণবিক শক্তি জাহির করে আসছেন। পশ্চিমাদেরকে ইউক্রেনকে সমর্থন দেওয়া থেকে নিবৃত্ত করতেই পুতিন এই পারমাণবিক তলোয়ার ঘুরাচ্ছেন।

তবে ইউক্রেনে যুদ্ধের জন্য উত্তর কোরিয়া পশ্চিমাঞ্চলে সেনা পাঠিয়েছে বলে প্রতিবেদনে রাশিয়ার নিন্দা জানিয়েছে ন্যাটো।

পেন্টাগন বলেছে, উত্তর কোরিয়া রাশিয়ায় কমপক্ষে ১০ হাজার সেনা পাঠিয়েছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেছেন, তারা ১২ হাজারের বেশি সেনা পাঠিয়েছে।

মার্কিন ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং সাংবাদিকদের বলেন, আমরা বিশ্বাস করি যে উত্তর কোরিয়া পূর্ব রাশিয়ায় প্রশিক্ষণের জন্য প্রায় ১০ হাজার সেনা পাঠিয়েছে যা সম্ভবত আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেনের যুদ্ধে রুশ সেনার সংখ্যা বাড়িয়ে দেবে।

তিনি বলেন, কোরিয়ান সেনাদের একটি অংশ ইতোমধ্যে ইউক্রেনের কাছাকাছি চলে গেছে এবং আমরা ক্রমবর্ধমানভাবে উদ্বিগ্ন যে তারা রুশ সেনাদের সঙ্গে রাশিয়ার কুরস্ক ওব্লাস্টে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে।

এ বিষয়ে পুতিন বলেন, রাশিয়া তার প্রতিরক্ষা সম্পর্কে যা পরিকল্পনা করার করছে, তা সম্পূর্ণরূপে করে যাবে। 

তিনি বলেন, ইউক্রেন যদি ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত নেয়, তবে রাশিয়াও যা ইচ্ছা তাই করবে।

তিনি আরও বলেন, বাড়তে থাকা ভূরাজনৈতিক উত্তেজনা, উদীয়মান নতুন নতুন হুমকি ও ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে আমাদের জন্য আধুনিক কৌশলগত বাহিনী থাকাটা গুরুত্বপূর্ণ, যে বাহিনী সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে।

তবে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়া চূড়ান্ত পদক্ষেপ হিসাবেই পারমাণবিক অস্ত্র ব্যবহারের পক্ষপাতি বলেও জানিয়েছেন পুতিন

ঘটনাপ্রবাহ: ইউক্রেন যুদ্ধ


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম