Logo
Logo
×

যুক্তরাষ্ট্র

আমি ফ্যাসিস্ট নই, আসল ফ্যাসিস্ট কমলা: ট্রাম্প

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০১:৪৮ পিএম

আমি ফ্যাসিস্ট নই, আসল ফ্যাসিস্ট কমলা: ট্রাম্প

কমলা-ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই জমে উঠছে ভোটের মাঠ। একে অপরের দিকে সমালোচনার তীর ছুঁড়ছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ট্রাম্পকে ফ্যাসিস্ট বলে অভিহিত করেন কমলা। এবার ট্রাম্পও একই তীর ছুঁড়লেন তার দিকে। তিনি বলেন, আসল ফ্যাসিস্ট হচ্ছেন কমলা।

সোমবার জর্জিয়ায় এক নির্বাচনি প্রচারে এমন মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। খবর সিএনএনের।

এ সময় তিনি বলেন, তাকে নাৎসি বলা হলেও তিনি নাৎসির উল্টোদিকে রয়েছেন।

জর্জিয়া নির্বাচনি প্রচারে ট্রাম্প বলেন, ‘নির্বাচনি প্রচারে নতুন এক কথা খুঁজে পেয়েছেন কমলা হ্যারিস। কেউ তাকে ভোট না দিলেই তিনি বলে বসেন, ওই ব্যক্তি নাৎসি।’

কিন্তু ট্রাম্পের এই দাবি পুরোপুরি সত্য নয়। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এই কথা বলেননি। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন সে কথাই বলছে। 

ডোনাল্ড ট্রাম্পকে একজন ফ্যাসিস্ট বলে মনে করেন কমলা হ্যারিস। স্থানীয় সময় গত বুধবার পেনসিলভানিয়ার ডেলাওয়ার কাউন্টিতে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা জানান। ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের কাছে রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে জানতে চায় সিএনএন। তাকে প্রশ্ন করা হয়, ট্রাম্পকে তিনি ফ্যাসিস্ট মনে করেন কিনা।

ওই প্রশ্নে হ্যারিস বলেন, ‘হ্যাঁ আমি মনে করি। আমি বিশ্বাস করি, ট্রাম্প একজন ফ্যাসিস্ট। আমি এটাও বিশ্বাস করি, যারা তাকে সবচেয়ে ভালো চেনেন, তাদেরও এ বিষয়ে বিশ্বাস করা উচিত।’  

এ নিয়ে এবার পাল্টা অভিযোগ করলেন ট্রাম্প। তিনি সোমবারের নির্বাচনি প্রচারে বলেন, ‘আমি নাৎসি নই। আমি নাৎসিবিরোধী। তিনি (কমলা) নাৎসি, ওকে? তিনি নাৎসি।’ 

আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট। এ অবস্থায় শেষ দিকের প্রচারে এসে হ্যারিস ট্রাম্পকে ব্যক্তিগত আক্রমণ করা বাড়িয়ে দিয়েছেন। তিনি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে অসংলগ্ন এবং মার্কিন প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য বলে দাবি করেছেন। এর জবাবও দিয়ে যাচ্ছেন ট্রাম্প।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম