মানব মস্তিষ্কের কোষ দিয়ে তৈরি কম্পিউটার
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৩, ১১:০০ পিএম
মানব মস্তিষ্কের কোষের সঙ্গে ইলেকট্রনিক হার্ডওয়্যার ব্যবহার করে এক ধরনের কম্পিউটার তৈরি করেছেন বিজ্ঞানীরা। যা ভাষা শনাক্তকরণ এবং বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের মতো কাজ করতে পারে। ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ব্লুমিংটনের গবেষক ফং কুয়ো ও অন্য গবেষকরা আবিষ্কার করেছেন এই কম্পিউটার। এর নাম দেওয়া হয়েছে ‘ব্রেইনোওয়্যার’।
বিজ্ঞানীরা বলছেন, নতুন এই আবিষ্কার নিউরোমরফিক কম্পিউটিংয়ের অগ্রগতির ক্ষেত্রে অনেক বেশি অবদান রাখবে। এই কম্পিউটার মানুষের মস্তিষ্কে নিউরন যেভাবে কাজ করে, ঠিক সেভাবেই কাজ করার চেষ্টা করে।