Logo
Logo
×

যুক্তরাষ্ট্র

ট্রাম্প কি গ্রেফতার হচ্ছেন?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩, ০৬:১৩ পিএম

ট্রাম্প কি গ্রেফতার হচ্ছেন?

ফাইল ছবি

সর্বশেষ ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় জর্জিয়াতে সরকারি কর্মকর্তাদের সরিয়ে দিয়ে তাদের স্থানে ভুয়া ব্যক্তিদের বসিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। জর্জিয়া প্রদেশের ফল উলটে দেওয়ার চেষ্টা করেছিলেন বলে বিচার শুরু হচ্ছে তার। ফলে তাকে কি গ্রেফতার করা হবে? তিনি কি জেলে যাবেন? এমন প্রশ্ন এখন বিশেষজ্ঞদের মধ্যে। খবর বিবিসির।

সোমবার ট্রাম্পের বিরুদ্ধে ১৩টি অভিযোগ তোলা হয়েছে ফুলটন কাউন্টি গ্রান্ড জুরিতে। 

ওই নির্বাচনে ট্রাম্পের কর্মকাণ্ড নিয়ে দুই বছর ধরে তদন্ত করেন ফুলটন কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফ্যানি উইলিস। 

এরপরই তার বিরুদ্ধে ওই অভিযোগ আনা হয়েছে। নির্বাচনি প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগ ফৌজদারি অপরাধে এ নিয়ে দ্বিতীয় মামলায় মুখোমুখি হচ্ছেন ট্রাম্প।

এ বছরের শুরুতে চারটি ফৌজদারি অপরাধের অভিযোগে অভিযুক্ত হয়েছেন তিনি। 

ট্রাম্পের প্রচারণা টিম সর্বশেষ অভিযোগকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে। 

তারা অভিযোগ করেছে, ট্রাম্পকে রাজনৈতিক উদ্দেশে অভিযুক্ত করছেন মিস উইলিস। ট্রাম্পের প্রচারণা টিম থেকে বলা হয়েছে- বাইডেন ও স্মিথের যৌথ উদ্দেশ্যমূলক ধীরগতির তদন্ত এবং নিউইয়র্কে মিথ্যা অভিযোগ আনা হয়েছে ওই সময়ে, আর তাতে জড়িত ডেমোক্রেটদের পক্ষপাতে দুষ্ট একজন প্রসিকিউটর।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম