যে কারণে ‘এক্স’ বয়কট করল ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০৮:৫৫ পিএম
বিশ্বব্যাপী পরিচিত ব্যবসায়ী ইলন মাস্কের মালিকানাধীন এক্স (সাবেক টুইটার) বয়কটের ঘোষণা দিল ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
বুধবার (১৩ নভেম্বর) একটি বিবৃতিতে সংবাদমাধ্যমটি ঘোষণা করেছে যে, তারা এক্স প্ল্যাটফর্মে পোস্ট করা বন্ধ করে দিচ্ছে এবং নিজেদের একাউন্টও প্রত্যাহার করে নিচ্ছে।
বিবৃতিতে বলা হয়েছে, ব্রিটিশ সংবাদমাধ্যমটি এক্স প্ল্যাটফর্মে বাড়তে থাকা নেতিবাচকতা এবং চরমপন্থার প্রতি উদ্বেগ প্রকাশ করেছে। যা এখন আগের সময়ের তুলনায় অনেক বেশি বেড়ে গেছে।
তাদের মতে, মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মটিতে একটা সময় সাংবাদিকতার বিষয়গুলো শেয়ার করা হতো এবং দর্শকদের সঙ্গে যোগাযোগের জন্য একটি কার্যকরী টুল হিসেবে কাজ করত। কিন্তু এখন প্ল্যাটফর্মটির কার্যকারিতা অনেকটাই কমে গেছে।
দ্য গার্ডিয়ানের এই সিদ্ধান্তটি বিশেষত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময়ে এক্সে মানুষের বাড়তি সমালোচনামূলক পোস্ট শেয়ারের ফলস্বরূপ আসে।
দ্য গার্ডিয়ান কর্তৃপক্ষ দাবি করেছে যে, এক্স প্ল্যাটফর্মে হানিকর কনটেন্ট বৃদ্ধি পেয়েছে। যেমন- চরমপন্থি কৌশল ও বর্ণবাদী ঘটনা। যা প্ল্যাটফর্মটি বয়কট করার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।
টেসলা এবং স্পেসএক্সের মালিক ইলন মাস্ক ২০২২ সালে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মটি কিনে নেন এবং তিনি এর নাম দেন এক্স। মাস্কের তত্ত্বাবধানে এতে আরও এমন কিছু পরিবর্তন ঘটেছে, যার ফলে দ্য গার্ডিয়ান মনে করে যে, এটি একটি বিষাক্ত মিডিয়া পরিবেশ সৃষ্টি করেছে এবং রাজনৈতিক আলোচনায় প্রভাব ফেলছে।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, এক্স এখন তাদের কাজগুলো- বিশেষ করে সংবাদ বা তথ্য প্রচার করার ক্ষেত্রে খুবই নেতিবাচক ভূমিকা পালন করছে। যে কারণে এটি আর তাদের তেমন কোনো কাজে আসছে না।
সেই সঙ্গে তাদের বিষয়গুলো এখন অন্যান্য প্ল্যাটফর্মে আরও কার্যকরভাবে নিবেদিত হবে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।
তারা ঘোষণা দিয়েছে যে, ভবিষ্যতে দ্য গার্ডিয়ান তাদের কোনো অফিসিয়াল এডিটোরিয়াল অ্যাকাউন্ট এক্সে ব্যবহার করবে না। তবে এক্স ব্যবহারকারীরা চাইলে দ্য গার্ডিয়ানের যে কোনো আর্টিকেল শেয়ার করতে সক্ষম হবেন।
যদিও দ্য গার্ডিয়ান-এর রিপোর্টাররা এখনও এক্স-কে নিউজ সংগ্রহের জন্য ব্যবহার করতে পারবেন। তবে অফিসিয়ালি তাদের উপস্থিতি অন্যান্য প্ল্যাটফর্মেই কেন্দ্রীভূত হবে এবং পাঠকদের তাদের মূল ওয়েবসাইট থেকেই সরাসরি তথ্য-উপাত্ত বা সংবাদ সংগ্রহ করতে উৎসাহিত করছে।
এদিকে দ্য গার্ডিয়ান-এর এই সিদ্ধান্ত বা ঘোষণার প্রেক্ষিতে এক্সের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: আনাদোলু এজেন্সি