প্রতিদিনের মতো ১৯ জুলাই সকালেও যুক্তরাজ্যের অ্যাসকট-ব্যাগশট রুটে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন প্রায় কয়েক হাজার যাত্রী। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ট্রেনের দেখা নেই। ফলে যাত্রীদের মধ্যে অনেকেই পড়ে যান বিপাকে।
পরে জানা যায়, একটি কচ্ছপ ট্রেন আটকে দিয়েছে।
দেশটির রেলওয়ে কর্তৃপক্ষ দ্য টেলিগ্রাফকে জানায়, ট্রেনটির চালক রেললাইনের ওপর একটি কচ্ছপ দেখতে পান। সোলোমন নামের ওই কচ্ছপের কারণেই ঘণ্টাখানেকের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়। রেলওয়ে কর্তৃপক্ষ এক্সে পোস্ট দিয়ে জানায়, কচ্ছপটি দ্রুতগতিতে ব্যাগশটের দিকে এগিয়ে যাচ্ছিল। খবর পেয়ে প্রকৌশলীরা সেটিকে রেললাইন থেকে সরিয়ে দেন।