Logo
Logo
×

যুক্তরাজ্য

এবার কেটের ভিডিও নিয়ে বিতর্ক 

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৪, ১১:১৬ পিএম

এবার কেটের ভিডিও নিয়ে বিতর্ক 

গত ১০ মার্চ যুক্তরাজ্যে মা দিবসে ব্রিটিশ রাজবধূ কেট মিডলটনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে কেনসিংটন প্রাসাদ। ছবিটি সম্পাদিত হওয়ায় তা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। এ বিতর্কের মধ্যে তার একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্ক জন্ম দিয়েছে। খবর এনডিটিভির।

নতুন এ ভিডিও প্রকাশ করেছে ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান। এতে যুক্তরাজ্যের উইন্ডসরের একটি কৃষি বাজারে এক দম্পতিকে হাঁটতে দেখা যায়। বলা হচ্ছে, তারা কেট মিডলটন ও স্বামী প্রিন্স উইলিয়াম।

সোমবার দ্য সান লিখেছে, ‘কেট তোমাকে দেখে খুব ভালো লাগছে।’

ভিডিওটি ধারণ করেছেন নেলসন সিলভা নামে এক ব্যক্তি। তিনি দ্য সানকে বলেন, তার মনে হয়নি যে তারা লুকিয়ে আছেন। কেটকে উচ্ছল ও নিরুদ্বেগ দেখাচ্ছিল।

কৃষি বাজারের নতুন ভিডিওটিও সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা এই ভিডিওর নানা ‘অসংগতি’ ধরছেন। এ নিয়ে প্রশ্ন তুলছেন।

কেউ কেউ এমন কথাও বলছেন, ভিডিওর নারী কেট নন। তিনি কেটের মতো দেখতে কেউ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম