
প্রিন্ট: ২৬ এপ্রিল ২০২৫, ০৩:৩৮ এএম
১৭শ বছর পরও ডিমের উপাদান অক্ষত

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৪, ১০:৪৬ পিএম

আরও পড়ুন
যুক্তরাজ্যের আয়লেসবারিতে ১৭শ বছর আগের রোমান আমলের একটি ডিমের সন্ধান পাওয়া গেছে। প্রত্নতাত্ত্বিক ও প্রকৃতিবিদরা দাবি করেছেন, এত বছর পরও ডিমটির ভেতরের উপাদান অক্ষত রয়েছে।
তাদের ধারণা, ডিমের ভেতরে তরল পদার্থ কুসুম ও সাদা অংশের মিশ্রণ। আর এ থেকে দুই সহস্রাব্দ পূর্বে যে পাখি ডিমটি পেড়েছিল সেটির সম্পর্কে রহস্য উদ্ঘাটন করা যাবে। ২০১০ সালে খনন কাজের সময় ডিমটি পাওয়া যায়। খননকাজের তত্ত্বাবধানকারী ছিলেন অক্সফোর্ড আর্কিওলজির জ্যেষ্ঠ প্রকল্প ব্যবস্থাপক এডওয়ার্ড বিডদালফ।