Logo
Logo
×

যুক্তরাজ্য

শ্রমিকের ছেলের অনন্য কৃতিত্ব, করছেন যুগান্তকারী ক্যানসার টিকার ট্রায়াল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১২ পিএম

শ্রমিকের ছেলের অনন্য কৃতিত্ব, করছেন যুগান্তকারী ক্যানসার টিকার ট্রায়াল

যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার বিজ্ঞানী ও চিকিৎসকদের যৌথ উদ্যোগে বিশ্বে প্রথম অন্ত্র ক্যানসার প্রতিরোধী টিকার পরীক্ষামূলক প্রয়োগ কার্যক্রমের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ চিকিৎসক টনি ধিলন। 

অস্ট্রেলিয়ান অধ্যাপক টিম প্রাইসের সঙ্গে এই টিকার কার্যকারিতা ও উন্নতিসাধনে কাজ করেছেন ব্রিটেনের রয়্যাল সারে এনএইচএস হাসপাতাল ট্রাস্টের মেডিকেল অনকোলজিস্ট পরামর্শক ডা. টনি ধিলন। 

রয়্যাল সারে ও ক্যুইন এলিজাবেথ হাসপাতালের সহযোগিতায় সাউদাম্পটন বিশ্ববিদ্যালয় এই টিকার পরীক্ষামূলক প্রয়োগের জন্য পাঠাবে বলে সম্প্রতি একটি সাক্ষাৎকারে সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের ক্যানসার গবেষণা বিভাগ জানিয়েছে।

এ বিষয়ে ডা. ধিলন জানিয়েছেন, ‘এটি প্রথম গ্যাসট্রোইনটেসটিনাল ক্যানসার প্রতিরোধী টিকা। আমরা অত্যন্ত আশাবাদী এটি পরীক্ষায় সফল হবে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রচুর রোগীদের এই টিকার মাধ্যমে সারিয়ে তোলার পাশাপাশি আগেই প্রতিরোধ করা সম্ভব হবে।' 

তিনি আরও বলেন, 'এই যুগান্তকারী টিকাটি ক্যানসার আক্রান্ত রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে সাহায্য করবে। এরপর হয়তো রোগীদের অপারেশনের প্রয়োজন আর হবে না। টিকার মাধ্যমেই সেরে যাবে।’ 

টনি ধিলনের দাদা উন্নত জীবন ও জীবিকার আশায় ভারতের জলন্ধর ছেড়ে ব্রিটেনের সাউথহলে এসেছিলেন। সেখানে কাজ শুরু করেন ব্রাইলক্রিম কারখানায়। টনির বাবা-মাও গোটা জীবন কর্মরত ছিলেন সেই কারখানায়। তাদের ছেলে এখন অন্ত্র ক্যানসার নির্মূল তথা গোটা বিশ্বের চিকিৎসা বিজ্ঞানের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখলেন। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম