
প্রিন্ট: ২৫ এপ্রিল ২০২৫, ০২:৩২ এএম
নুরুল ইসলাম কর্মসংস্থানের কারিগর: গোলাম দোস্তগীর গাজী

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ১২:০০ এএম
আরও পড়ুন
যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রূপগঞ্জে স্মরণসভা, আলোচনা সভা, শোক র্যালি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবি ও সোমবার দুদিনব্যাপী রূপগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে স্মরণসভা শেষে তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। আলোচনা সভায় সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপি বলেন, যমুনার প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম ছিলেন নতুন নতুন শিল্প কারখানার উদ্যোক্তা, হাজার হাজার মানুষের কর্মসংস্থানের কারিগর। তিনি ছিলেন দেশপ্রেমিক ও একজন সাহসী শিল্পোদ্যোক্তা। স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মোহাম্মদ রাসেল, উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, এমপির একান্ত সচিব এমদাদুল হক দাদুল, উপজেলা ভাইস ও চেয়ারম্যান রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম রিয়া, উপজেলা চেয়ারম্যান সালাউদ্দিন, জেলা পরিষদ সদস্য আনসার আলী, মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক রিতা, প্রেস ক্লাব সভাপতি মীর আব্দুল আলিম, সিনিয়র সাংবাদিক আলম হোসেন, মাসুদ করিম, খলিল সিকদার, এহাই মিলন প্রমুখ।