দেশের শিল্প খাতের অগ্রদূত, সফল স্বপ্নসারথি, অর্থনীতির আইকন, আপসহীন উদ্যোক্তা, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে স্বজন সমাবেশ, যুগান্তরের স্থানীয় প্রতিনিধি ও সাংবাদিকদের আয়োজনে বিভিন্ন জেলা-উপজেলায় খতমে কুরআন, স্মরণসভা, দোয়া মাহফিল, দুস্থদের মাঝে খাবার বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচি থেকে কর্মবীর নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তার সহধর্মিণী যমুনা গ্রুপের চেয়ারম্যান ও যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলামসহ তার পরিবারের সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। বক্তারা বলেন, সাহসী শিল্পোদ্যোক্তা নুরুল ইসলাম স্বাধীনতা-পরবর্তী দেশকে স্বাবলম্বী করতে মানুষদের কর্মসংস্থান তৈরির জন্য যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করেছেন। নিজের মেধা, সততা, পরিশ্রম ও সাহসিকতার সঙ্গে একের পর এক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তার এই অবদান অভিবাদনযোগ্য। পাশাপাশি দেশপ্রেমিক এই কর্মবীর নিজের জীবন উৎসর্গ করেছেন দেশের জন্য, দেশের মাটির জন্য, দেশের মানুষের জন্য। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর :
অন্যায়ের সঙ্গে আপস করেননি নুরুল ইসলাম : ফুলপুরে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মি. শশধর সেন। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম অন্যায়ের সঙ্গে কখনই আপস করেননি। সৎ ও সাহসী মানুষ হিসেবে দেশের জন্য কাজ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক নুরুল আমিন, বিল্লাল হোসাইন, রফিকুল ইসলাম, মোস্তফা খান।
লাখো মানুষের মুখে হাসি ফুটিয়েছেন নুরুল ইসলাম : দুর্গাপুরে ফজলুল উলুম কারিমিয়া মাদ্রাসায় যুগান্তর প্রতিনিধি তোবারক হোসেন খোকনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন হাফেজ মাওলানা জাকারিয়া, মাওলানা এইচএম সাইদুল ইসলাম। বক্তারা বলেন, নুরুল ইসলাম একজন মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ ছিলেন। তিনি কর্মসংস্থানের মাধ্যমে লাখো মানুষের মুখে হাসি ফুটিয়েছেন।
সীতাকুণ্ডে আলোচনা সভা : ফোরকান আবু সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ওসি মো. কামাল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী। প্রেসক্লাব সম্পাদক নাসির উদ্দিন অনিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি রেজাউল করিম বাহার।
লৌহজংয়ে দোয়া মাহফিল : স্বজন সমাবেশের সহ সভাপতি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোহাম্মদ নোমান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুগান্তর প্রতিনিধি শেখ সাইদুর রহমান টুটুল। বিশেষ অতিথি ছিলেন, স্বজন সদস্য ডা. হুমায়ুন কবীর, মহিবুল হাসান বাদল, সাংগঠনিক সম্পাদক মো. শামীম মোড়ল।
চাটমোহরে নুরুল ইসলামের মাগফেরাত কামনা : যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদারের আয়োজনে অনুষ্ঠানে শতাধিক শিশু বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন। দোয়া পরিচালনা করেন হাফেজ আরিফুল ইসলাম।
নিয়ামতপুরে সভা : দামপুরা দারুল কুররান মাদ্রাসায় সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক নুরুল ইসলাম। যুগান্তর প্রতিনিধি রেজাউল ইসলাম সেলিমের সঞ্চালনা সভায় বক্তৃতা করেন প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান শাজু, স্বজন সমাবেশের সদস্য ডা. মাহিদুর রহমান। দোয়া পরিচালনা করেন তোফাজ্জল হোসেন।
কচুয়ায় বিশেষ দোয়া : বিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভা পরিচালনা করেন যুগান্তর প্রতিনিধি জিসান আহমেদ নান্নু। প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. সালাউদ্দিন সরকার। দোয়া পরিচালনা করেন, মাওলানা মো. মনির হোসেন।
ভালুকায় কুরআন খানি : তুরাব-বিন-ফয়সার হিফজ মাদ্রাসায় কুরআন খানি ও দোয়া মাহফিল পরিচালনা করেন মুহতালিম মাওলানা মোহাম্মদ ফয়সাল আহম্মেদ ও ওস্তাদ মুফতী মো. জহিরুল ইসলাম। সভায় বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান কামাল, সাবেক সভাপতি মো. মাইন উদ্দিন।
ইন্দুরকানীতে আলোচনা সভা : প্রেস ক্লাবের সভাপতি এইচএম ফারুক হোসাইনের সভাপতিত্বে ও স্বজন সমাবেশের সভাপতি এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আরিফুজ্জামানের সঞ্চালনায় সভা হয়েছে। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল লতিফ হাওলাদার, আওয়ামী লীগের সাবেক সম্পাদক মৃধা মনিরুজ্জামান।
কলমাকান্দায় দোয়া মাহফিল : দোয়া মাহফিলে অংশ নেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বাবুল, সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, রুনা আক্তার, ওসি (তদন্ত) জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আজাদ, সম্পাদক ইসলাম উদ্দিন। দোয়া পরিচালনা করেন, হিলফুল ফুজুল দাখিল মাদ্রাসার শিক্ষক তরিকুল ইসলাম।
ফুলবাড়ীতে কুরআন খতম : যুগান্তর প্রতিনিধি ইমাম রেজার আয়োজনে ফাতেমা-তুজ-যোহরা কওমি মাদ্রাসা ও এতিমখানায় কুরআন খতম এবং দোয়া হয়েছে। সাংবাদিক কবির সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাইয়ের সভাপতি লিমন হায়দার, জাহাঙ্গীর আলম, মাদ্রাসার মুহতামিম মাহফুজুর রহমান।
নিজ গুণে অমর কর্মবীর নুরুল ইসলাম : লোহাগাড়ায় চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসায় যুগান্তর প্রতিনিধি নাজিম উদ্দীন রানার উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল হয়েছে। ইসলামি আলোচক হাফেজ মুসা তুরাইনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি তাজউদ্দীন। বক্তব্য দেন মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, লোহাগাড়া প্রেস ক্লাবের সম্পাদক কাইছার হামিদ। বক্তারা বলেন, নিজ গুণে অমর হয়ে আছেন কর্মবীর নুরুল ইসলাম। যিনি দেশের শিল্পখাতের উজ্জ্বল মুখ।
দেশের মিডিয়া অঙ্গনে উজ্জ্বল নক্ষত্র নুরুল ইসলাম : নলছিটি প্রেস ক্লাবে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান। বিশেষ অতিথি ছিলেন নলছিটি মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার পৌর কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী দুলাল, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. এসকেন্দার আলী খান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দুলাল শরীফ, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এইচএম আখতারুজ্জামান বাচ্চু। সভাপতিত্ব করেন যুগান্তর প্রতিনিধি মো. এনায়েত করিম। দোয়া পরিচালনা করেন নলছিটি ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বাহাউদ্দীন। বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা। একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তিনি আমৃত্যু কাজ করেছেন। দেশের মিডিয়া অঙ্গনে তিনি ছিলেন উজ্জ্বল নক্ষত্র।
সরাইলে দোয়া মাহফিল : নোয়াগাঁও ইউনিয়নের আইরল ইসলামীয়া মাদ্রাসায় দোয়া পরিচালনা করেন, মাওলানা মুফতি আবুল কাসেম হাশেমী। যুগান্তরের সরাইল প্রতিনিধি মো. মুরাদ খানের উদ্যোগে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাওলানা মুখতার হুসাইন, মাওলানা আব্দুল বাছির, মুফতি আবু মুসা, মাওলানা ইব্রাহিম খলিল, হাফেজ মাওলানা আতিকুল ইসলাম, মাওলানা খায়রুল ইসলাম।
আনোয়ারায় সভা : যুগান্তর প্রতিনিধি রতন কান্তি দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রেস ক্লাবের সভাপতি এম নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা সাংবাদিক সমিতির সভাপতি রুপন দত্ত।
দাগনভূঞায় আলোচনা সভা : সভায় বক্তব্য দেন যুগান্তর প্রতিনিধি মো. আবু তাহের, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান হিরো, দাগনভূঞা আজিজিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সভাপতি নুরুল হুদা হুদন। দোয়া পরিচালনা করেন দাগনভূঞা আহমদিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক মাওলানা ইমাম উদ্দিন মিয়াজী।