কুমিল্লায় আলোচনা সভা
নুরুল ইসলামকে জাতি হাজার বছর স্মরণ রাখবে
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ১২:০০ এএম
যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে হাজার বছর স্মরণ রাখবে এ জাতি। নুরুল ইসলামের মতো কর্মবীর এবং সাহসী কৃতীসন্তান সব যুগে জন্মায় না। ক্ষণজন্মা এ বীরপুরুষ ছিলেন অন্যায়ের বিরুদ্ধে সদা সোচ্চার। কর্মময় জীবনে তিনি এ দেশের লাখ লাখ তরুণ এবং যুবকের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নির্যাতিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত মানুষের পক্ষে কথা বলেছেন। দেশপ্রেম ও মানবতার মহান অনুভূতি থেকেই তিনি দৈনিক যুগান্তর এবং যমুনা টেলিভিশনের মতো দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠা করেন। তার কর্মেই চির অম্লান হয়ে তিনি বেঁচে থাকবেন হাজার বছর। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রোববার কুমিল্লা প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভা এবং দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন। যুগান্তরের কুমিল্লা ব্যুরো রিপোর্টার আবুল খায়েরের সভাপতিত্বে এবং কুমিল্লা সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ওমর ফারুকী তাপসের সঞ্চালনায় বক্তব্য দেন দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক প্রফেসর মীর শাহ আলম, সমকালের জেলা প্রতিনিধি প্রভাষক কামাল উদ্দিন, মানবজমিনের জেলা প্রতিনিধি জাহিদ হাসান, এখন টেলিভিশনের ব্যুরোপ্রধান খালেদ সাইফুল্লাহ, সময় টেলিভিশনের বাহার রায়হান, দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন জাকির, যুগান্তরের কুবি প্রতিনিধি মো. সাঈদ, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি মোসলেহ উদ্দিন প্রমুখ। এ সময় কুমিল্লায় কর্মরত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নেন। পরে মাওলানা আমিনুল ইসলাম আকবরী কুরআন তিলাওয়াত এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন।