Logo
Logo
×

Uncategorised

নুরুল ইসলাম অন্যায়ের সঙ্গে আপস করেননি: হাসান সরকার

Icon

টঙ্গী পশ্চিম (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১২:০০ এএম

বিএনপি কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলাম অন্যায়ের সঙ্গে কখনোই আপস করেননি। তিনি অত্যন্ত সৎ সাহসী মানুষ ছিলেন। দেশের টাকা বিদেশে পাচার করেন নাই। বরং বিদেশ থেকে টাকা এনেছেন। তার কোনো দুর্নাম নেই, বদনাম নেই। তিনি ছিলেন দেশের শিল্প জগতের একজন পথিকৃৎ, স্বচ্ছ ও সাচ্চা ব্যবসায়ী। শনিবার গাজীপুরের টঙ্গী আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দেশ বরেণ্য শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলামের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কুরআনখানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পেশাজীবী সংগঠনের নেতা শাহাব উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে ও আজিজুল হক রাজু মাস্টারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মরহুম নুরুল ইসলাম বাবুলের ভাতিজা রায়হান আহমেদ হৃদয়, তাঁতীদল নেতা তাজুল ইসলাম বেপারী। এতে আরও উপস্থিত ছিলেন শিল্পপতি এনাম আহমেদ, মাওলানা আব্দুস সামাদ, সমাজসেবক বাবর আলী, নয়া দিগন্তের গাজীপুর মহানগর প্রতিনিধি শেখ আজিজুল হক, যুগান্তর প্রতিনিধি মো. জাকির হোসেন, লুৎফুজ্জামান লিটন, এমআর নাসির প্রমুখ।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম