ত্রিশালে স্বজন সমাবেশের দোয়া মাহফিল
দেশের উন্নয়নে অবদান রেখেছেন নুরুল ইসলাম: সংসদ-সদস্য আনিছুজ্জামান
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১২:০০ এএম
সংসদ-সদস্য এবিএম আনিছুজ্জামান বলেন, দেশের স্বাধীনতা ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রেখেছেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা দেশসেরা শিল্পোদ্যোক্তা নুরুল ইসলাম। এ কর্মবীর ধৈর্য, মেধা ও পরিশ্রম দিয়ে দেশে শিল্প প্রতিষ্ঠান গড়ে লাখ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। দেশের অর্থনৈতিক উন্নয়নে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। আজকের এ দিনে বীর সেনানী নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করছি। ত্রিশালে যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে শনিবার উপজেলা পরিষদে রাশেদুল ইসলাম হলরুমে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সংসদ-সদস্য ও স্বজন সমাবেশের প্রধান উপদেষ্টা এবিএম আনিছুজ্জামান একথা বলেন। ত্রিশাল যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি রিয়াজুল হক রাজুর সভাপতিত্বে ও প্রেস ক্লাবের সম্পাদক এইচএম জোবায়ের হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত, ইউএনও জুয়েল আহমেদ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফজলে রাব্বী, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শহিদুল ইসলাম স্বপন।