Logo
Logo
×

Uncategorised

চিরকাল বেঁচে থাকবেন নুরুল ইসলাম

যুগান্তরের স্বপ্নদ্রষ্টার স্মরণে বিভিন্ন স্থানে দোয়া ও সভা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১২:০০ এএম

যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভালোবাসায় শনিবার সারা দেশে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বিভিন্ন স্থানে আলোচনা সভা, কুরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। এ সময় বক্তারা বলেন, নুরুল ইসলাম ছিলেন একজন সাহসী দেশপ্রেমিক। মুক্তিযুদ্ধের পাশাপাশি তিনি দেশের অর্থনৈতিক মুক্তিতেও অনন্য ভূমিকা পালন করেছেন। লাখো মানুষের কর্মসংস্থানের মাধ্যমে তিনি নজির সৃষ্টি করেছেন। শিল্পের জাদুকর কর্মবীর এই নুরুল ইসলাম মানুষের অন্তরে চিরকাল বেঁচে থাকবেন। যুগান্তর প্রতিনিধিরা জানান :

সৎ ও সাহসী মানুষ ছিলেন নুরুল ইসলাম : ভেড়ামারায় দারুল এহসান মাদ্রাসায় যুগান্তর প্রতিনিধি মো. রেজাউল করিমের সভাপতিত্বে স্মরণসভা হয়েছে। স্বজন সমাবেশের উপজেলা শাখার সদস্য সচিব শাহ্ জামালের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক শামিমুল ইসলাম ছানা। তিনি বলেন, নুরুল ইসলাম ছিলেন সৎ, সাহসী এবং মিডিয়াবান্ধব একজন সফল মানুষ। বক্তব্য দেন পৌরসভার প্যানেল মেয়র নাইমুল হক, সাবেক প্যানেল মেয়র মাহবুল আলম বিশ্বাস, খসরুজ্জামান ফারুক।

নুরুল ইসলাম বাংলাদেশের আইডল : গৌরীপুরে স্বজন সমাবেশের উদ্যোগে ৪ দিনব্যাপী কর্মসূচির প্রথমদিন শুক্রবার নুরুল ইসলামের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, স্মরণসভা ও দোয়া মাহফিল হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। পরিচালনা করেন উপজেলা স্বজনের সম্পাদক সেলিম আল রাজ। কর্মসূচির উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর। তিনি বলেন, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ছিলেন একজন সাহসী যোদ্ধা। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ছিলেন বাংলাদেশের আইডল। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মিনা, মোশারফ হোসেন সোহেল, যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।

নুরুল ইসলাম ছিলেন দূরদর্শী ও কর্মবীর মানুষ : টাঙ্গাইল প্রেস ক্লাবে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)। টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি ও যুগান্তর স্টাফ রিপোর্টার জাফর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ আসনের এমপি ছানোয়ার হোসেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর। বক্তব্য দেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সম্পাদক নাসির উদ্দিন, সহসভাপতি জাকেরুল মওলা, টাঙ্গাইল প্রেস ক্লাবের সাবেক সভাপতি ড. কামরুজ্জামান, ডেইলি স্টারের প্রতিনিধি মির্জা শাকিল, স্বজন সমাবেশের সম্পাদক হুমায়ন রশিদ আকন্দ সোনা প্রমুখ। দোয়া পরিচালনা করেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সদস্য মাসুম ফেরদৌস। বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল নিজের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছেন। তিনি ছিলেন দূরদর্শী, কর্মবীর মানুষ।

চিলমারীতে কুরআন খতম : সবুজপাড়ার তাহফিজুল কুরআন

মাদ্রাসায় কুরআন খতম দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন হাফেজ মো. আবু তাহের। উপজেলা স্বজন সমাবেশের সভাপতি

সহ-অধ্যাপক মো. আব্দুর রহমান রতনের সভাপতিত্বে ও যুগান্তর প্রতিনিধি গোলাম মাহবুবের সঞ্চালনায় এতে বক্তব্য দেন গোলাম

হাবিব মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা আ.লীগ সভাপতি মো. জাকির হোসেন, থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তৈয়ব আলী।

নুরুল ইসলাম ছিলেন সমাজসেবক : ডামুড্যায় যুগান্তর প্রতিনিধি মোহাম্মদ নান্নু মৃধার সভাপতিত্বে ও স্বজনের সদস্য সচিব সিমান্ত হাসান প্রিয়র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ গোলান্দাজ। বিশেষ অতিথি ছিলেন ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাসলিম উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার আবু বেপারী। প্রধান অতিথি বলেন, নুরুল ইসলাম ছিলেন সমাজসেবক ও মানবিক গুণাবলী সম্পন্ন একজন ব্যক্তি। এ সময় দোয়া পরিচালনা করেন হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাসলিম উদ্দিন।

নুরুল ইসলাম লাখ লাখ বেকারের কর্মসংস্থান করেছেন : নাটোরের যমুনা ডিস্টিলারি লিমিটেডে দোয়া মাহফিল ও সভায় বক্তারা বলেন, নুরুল ইসলাম সারা জীবন দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। তার কারণে লাখ লাখ বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। দোয়া পরিচালনা করেন নাটোর চিনিকল হাফেজিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা আকরাম হোসেন। উপস্থিত ছিলেন নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভূঁইয়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোরের উপপরিচালক লুৎফর রহমান, পরিদর্শক এএসএম মঈন উদ্দিন কবির, সাইফুর রহমান, ডিস্টিলারি লিমিটেডের টেকনিক্যাল পরিচালক একেএম সিরাজুল ইসলাম, মহাব্যবস্থাপক অশোক কুমার বসু, উপ-মহাব্যবস্থাপক উত্তম কুমার কুন্ডু, শিল্পপতি মো. কামাল উদ্দিন, যুগান্তর প্রতিনিধি শহীদুল হক সরকার এবং যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপনডেন্ট নাজমুল হাসান।

যমুনা গ্রুপের স্পিনিং ডিভিশনে মিলাদ মাহফিল : গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে যমুনা গ্রুপের স্পিনিং ডিভিশনের উদ্যোগে মিলাদ ও দোয়া হয়েছে। এতে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (উৎপাদন) এজাজ আহম্মেদ ফরিদী, মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) মোহাম্মদ লিয়াকত হোসেন, মহাব্যবস্থাপক (পেগাসাস লেদার লি.) ফরিদ উদ্দিন আহম্মেদ, মহাব্যবস্থাপক (রক্ষণাবেক্ষণ) নুরুজ্জামান, মহাব্যবস্থাপক (কারিগরি) খালিদ হাসান আনসারী, উপ-মহাব্যবস্থাপক (বিদ্যু) আনোয়ার হোসেন, সহ-মহাব্যবস্থাপক (নিরীক্ষা) এসএম সিরাজুল ইসলাম, সহ-মহাব্যবস্থাপক (ভান্ডার) রুহুল আমীন, সহ-মহাব্যবস্থাপক (ক্রাউন বেভারেজ লি.) ইমরান হোসেন সুমন। দোয়া পরিচালনা করেন যমুনা স্পিনিং ডিভিশনের মসজিদের খতিব মাওলানা আনিসুর রহমান।

নেত্রকোনায় শিশু পরিবারে দোয়া মাহফিল : সরকারি শিশু পরিবারে দোয়া পরিচালনা করেন হাফেজ মো. শফিকুল ইসলাম। যুগান্তর প্রতিনিধি কামাল হোসাইনের উদ্যোগে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক মো. তারেক হোসেন, সহকারী তত্ত্বাবধায়ক মো. জামাল উদ্দিন, সাংবাদিক মনোরঞ্জন সরকার, তোফায়েল ইসলাম শাহীন, খান রাসেল।

মানুষের অন্তরে আজীবন বেঁচে থাকবেন নুরুল ইসলাম : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সৈয়দভাকুরী এতিমখানায় সভায় বক্তব্য দেন যুগান্তর প্রতিনিধি আবুল কালাম আজাদ, স্বজনের সহসভাপতি ফারুক আহমেদ জুয়েল, সৈয়দভাকুরী এতিমখানার সম্পাদক ফরহাদ হোসেন, মাদ্রাসা ও এতিমখানার সুপারিনটেনডেন্ট মাওলানা এনামুল হক। বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম তার কর্মের কারণে মানুষের অন্তরে আজীবন বেঁচে থাকবেন।

মাধবপুরের যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে আলোচনা সভা : যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে সভায় বক্তব্য দেন যমুনা ফিউচার পার্কের প্রশাসনিক মানবসম্পদ কর্মকর্তা (জিএম) কাউছার উদ্দিন চৌধুরী, প্রজেক্টের ইঞ্জিনিয়ার সিনিয়র জিএম আবুল হোসেন, হুরাইন এইচটিএফের পরিচালক (অপারেশন) রাজীব দাস, যমুনা হাইটেক স্পিনিংয়ের সিনিয়র জিএম সাইদুর রহমান, প্রকৌশলী মঞ্জুর রহমান, প্রকৌশলী স্বপন শর্মা, প্লানিং হেড সিরাজুল ইসলাম, সিনিয়র জিএম জাহাঙ্গীর হোসেন, জিএম সাজ্জাদ হোসেন। একই আঙ্গিকে যমুনা টায়ার অ্যান্ড রাবার লি, যমুনা হাই টেক স্পিনং, যমুনা পেপার মিলস লি. যমুনা পলিসিল্ক লি. যমুনা পাওয়ার প্লান্টে দোয়া হয়েছে।

কসবায় কুরআনখানি : স্বজন সমাবেশের সভাপতি আবদুল হান্নানের সভাপতিত্বে আল আজহার মডেল মাদ্রাসায় দোয়া মাহফিল হয়েছে। স্বজনের সম্পাদক মো. নাজমুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কসবা প্রেস ক্লাব সম্পাদক আবুল খায়ের স্বপন। বিশেষ অতিথি ছিলেন মুহতামিম মাওলানা সাইফুল ইসলাম শাহীন। স্বাগত বক্তব্য দেন যুগান্তর প্রতিনিধি বোরহান মো. ইনয়ামুল ইসলাম।

আগৈলঝাড়ায় স্মরণসভা ও মিলাদ : আগৈলঝাড়ায় যুগান্তর প্রতিনিধি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে স্মরণসভা হয়েছে। বক্তব্য দেন আগৈলঝাড়া প্রেস ক্লাব আহ্বায়ক সরদার হারুণ রানা, সাবেক সভাপতি কেএম আজাদ রহমান, সাবেক সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর আলী সানী।

গজারিয়ায় কুরআন খতম ও দোয়া : গজারিয়ায় যুগান্তর প্রতিনিধি আমজাদ হোসেনের উদ্যোগে ভাটেরচর দারুল কলম মাদ্রাসা প্রাঙ্গণে কুরআন খতম শেষে নুরুল ইসলামের মাগফিরাত কামনা দোয়া করা হয়। উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলার ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

নুরুল ইসলামের কর্মময় জীবন নিয়ে আলোচনা : সাতক্ষীরায় কলারোয়া নূরানী হাফিজিয়া এতিমখানা মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। যুগান্তর প্রতিনিধি মো. মুজাহিদুল ইসলামের পরিচালনায় নুরুল ইসলামের কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. আমিরুল ইসলাম।

আনোয়ারায় কুরআন তেলাওয়াত ও দোয়া : আনোয়ারায় একটি নূরানী মাদ্রাসায় কুরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল হয়েছে। যুগান্তর প্রতিনিধি রতন কান্তি দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম নুরুল ইসলাম। উপস্থিত ছিলেন আনোয়ারা সাংবাদিক সমিতির সভাপতি রুপন দত্ত।

গফরগাঁওয়ে আলোচনা সভা : উপজেলা স্বজন সমাবেশের সভাপতি ঢালী জুবায়ের ইবনে শামগ্রের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি নাজমুল হক বিপ্লব, সম্পাদক আব্দুস সালাম সবুজ, যুগান্তর প্রতিনিধি তফাজ্জল হোসেন, প্রেস ক্লাব সহ-সভাপতি আফাজ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করে স্বজনের উপজেলা সম্পাদক, সুলতান আহমেদ রাজা।

কাউনিয়ায় দোয়া মাহফিল : স্বজন সমাবেশের সহসভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অ্যালাইড ব্লক কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ। বিশেষ অতিথি ছিলেন সম্পাদক ও প্রকাশক সারওয়ার আলম মুকুল, কৃষক লীগের সম্পাদক আবু তাহের, যুগান্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুছ বসুনিয়া। দোয়া পরিচালনা করেন স্বজনের ধর্মীয় সম্পাদক মিজানুর রহমান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম