তিনি ছিলেন একজন আদর্শ ব্যবসায়ী: রাশেদ খান মেনন, এমপি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ১২:০০ এএম
মো. নুরুল ইসলাম নিঃসন্দেহে একজন সফল ব্যবসায়ী ও উদ্যোক্তা। খেলাপি ঋণ ও অর্থ পাচারের বিদ্যমান সংস্কৃতির বাইরে তিনি ছিলেন একজন আদর্শ ব্যবসায়ী। মানুষ হিসাবেও তিনি ছিলেন অসাধারণ। কোনো ধরনের কপটতা ছিল না তার ভেতরে। যা বিশ্বাস করতেন, তা-ই করতেন। যৌবনে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। এরপর স্বাধীন দেশে শিল্পায়ন ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে পথ চলেছেন। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
সভাপতি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি