নুরুল ইসলাম শুধু নাম নয়, একটি উদাহরণ: এমএ মান্নান
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ১২:০০ এএম
নুরুল ইসলাম শুধু নাম নয়, একটি উদাহরণ। কেননা তিনি একাধারে দেশের মানুষকে পরাধীনতার শৃঙ্খলমুক্ত করতে জীবনবাজি রেখে মুক্তিযুদ্ধ করেছিলেন। আবার দেশ স্বাধীনের পর মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য আজীবন কাজ করেছেন। তিনি কখনো দেশের টাকা বিদেশে পাচার করেননি। তার সব বিনিয়োগ তিনি দেশেই করেছেন। এত বড় শিল্পপতি হলেও তিনি কখনো ঋণখেলাপি হননি। এমন মানুষ আজকাল বিরল। তার দেখানো পথ অনুসরণযোগ্য। তার হাতে গড়া প্রতিষ্ঠানগুলো সুনামের সঙ্গে এখনো পরিচালিত হচ্ছে। তিনি তার পরিবারের সদস্যদের যোগ্যভাবেই তৈরি করেছেন। ফলে তার দেখানো পথে চলছে তারই প্রতিষ্ঠিত সব প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে কাজ করে জীবিকা নির্বাহ করছেন অনেক মানুষ। বর্তমান সময়ে যেভাবে দুর্নীতি, অপচয় এবং অনিয়ম হচ্ছে, সেখানে নুরুল ইসলামের মতো মানুষের বড় প্রয়োজন ছিল। তার হাতে গড়া গণমাধ্যম যুগান্তর এবং যমুনা টেলিভিশন সুনামের সঙ্গে এগিয়ে যাচ্ছে। নুরুল ইসলামের মতো দৃঢ়চেতা মানুষের শূন্যতা পূরণ হতে অনেক সময় লাগবে। তার আত্মার শান্তি কামনা করছি। সৃষ্টিকর্তা যেন তাকে বেহেশত দান করেন।
চেয়ারম্যান, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও সাবেক পরিকল্পনামন্ত্রী