Logo
Logo
×

Uncategorised

সত্যিকার অর্থে একজন দেশপ্রেমিক ছিলেন: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ১২:০০ এএম

সত্যিকার অর্থে একজন দেশপ্রেমিক ছিলেন: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ছিলেন একজন আধুনিক চিন্তার সাহসী উদ্যোক্তা। তার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল। তিনি সত্যিকারের একজন দেশপ্রেমিক ছিলেন। একজন সৃজনশীল মানুষ ছিলেন। একদিকে যেমন শিল্পোদ্যোক্তা হিসাবে যথেষ্ট সাফল্য অর্জন করেছিলেন, অন্যদিকে তার আরেকটি বড় অবদান হচ্ছে তিনি গণমাধ্যমে দুটি বড় কাজ করতে পেরেছিলেন। একটি হচ্ছে দৈনিক যুগান্তর, যেটার বয়স ২৫ বছর হয়ে গেছে। আরেকটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল যমুনা টেলিভিশন। এ দুটি গণমাধ্যমই এখন অত্যন্ত নিরপেক্ষতার সঙ্গে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে বাংলাদেশে অগণিত দর্শকের হৃদয় জয় করতে সক্ষম হয়েছে। মিডিয়া যেন জনগণের কাজে লাগতে পারে, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্য মিডিয়া যেন ইতিবাচক ভূমিকা পালন করতে পারে, সে বিষয়টি তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছেন। ব্যক্তিগত জীবনে নুরুল ইসলাম ছিলেন একজন পরিচ্ছন্ন ব্যবসায়ী। তার সব অর্থ, মেধা ও পরিশ্রম দেশেই বিনিয়োগ করেছেন। খেলাপি ঋণ এবং বিদেশে টাকা পাচারের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন। তার মৃত্যুতে সত্যিকার অর্থে আমরা একজন দেশপ্রেমিক শিল্পোদ্যোক্তাকে হারিয়েছি। একজন দেশপ্রেমিক মানুষকে হারিয়েছি। একই সঙ্গে গণমাধ্যমের একজন সৃষ্টিশীল মানুষকে হারিয়েছি। তার মৃত্যুদিবসে আমি তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। পরম করুণাময় আল্লাহতায়ালার কাছে তার আত্মার মাগফিরাত কামনা করছি।

মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম