এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের প্রস্তুতি
ইংরেজি * বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
ইংরেজি
হাসান মঞ্জুর হিলালী
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সহকারী প্রধান শিক্ষক, ইংলিশ ভার্সন, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ
Rearranging Sentences
Put the following parts of the story in correct order to rewrite the whole story.
Exercise-1
(a) Thus he saved his life.
(b) He came with a large army.
(c) The prince heard the news.
(d) Taimur was one of the greatest conquerors of the world.
(e) Taimur’s soldiers were killed.
(f) Taimur disguised himself as a poor traveler.
(g) His soldiers surrounded the village on all sides and a terrible battle took place.
(h) Once he attacked the province of a powerful prince.
Answer: 1d 2h 3c 4b 5g 6e 7f 8a
Exercise-2
(a) She saw a box marked half a crown and considered that the box would be the most appropriate gift for him.
(b) The princes had a fixed allowance for pocket money and she was not permitted to exceed it.
(c) But her governess said, ‘No, you see the princess has not the money and so, of course, she cannot buy the box.’
(d) Queen Victoria was taught economical habits by her governess when she was a little girl.
(e) Once at a market at Wales, she spent all her money in buying a number of presents for relatives and friends.
(f) The people in shop wanted to enclose the box with the other articles.
(g) But alas! She, had no money.
(h) As she was leaving, she remembered another cousin for whom she did not buy any present.
Answer: 1d 2b 3e 4h 5a 6g 7f 8c
(a) Soon he gave up medicine for literature.
(b) This brought for him a good name.
(c) He was born in 1874 in Paris.
(d) William Somerset Maugham is one of the greatest short story writers of modern time.
(e) Then he took to writing plays.
(f) He qualified as a doctor and this life has no charms for him.
(g) Some of his well-known plays are Mrs. Cardiac, Lady Frederick etc.
(h) He made his first appearance in literature by writing Liza of Lambeth, his first novel.
Answer: 1d 2c 3f 4a 5h 6b 7e 8g
Exercise-3
(a) Some of his best works are Gitanjali, Sonar Tari, Kheya, Balaka etc.
(b) He had no regular school education.
(c) Rabindranath Tagore was born at Jorasanko in Calcutta on 7 May, 1861.
(d) He was educated at home by his father and tutors.
(e) He composed Gitanjali, a book of poems, and won the Nobel Prize in 1913.
(f) He was a poet, a dramatist, a short story-writer, a novelist and an essayist.
(g) He was a man of versatile genius.
(h) His father was Maharshi Debendranath Tagore.
Answer: 1c 2f 3h 4b 5d 6g 7a 8e
Exercise-4
(a) In 1914 when the First World War broke out, he wanted to join the army.
(b) At the age of eleven, he showed his poetic genius.
(c) On his return from the battle field, he gave up the sword for the pen and began to write poems.
(d) In 1972 he was brought to Bangladesh from Kolkata and was declared our national poet.
(e) He died on 29 August, 1976.
(f) He wrote a lot of poems, short stories, gajals, novels etc. and traveled all the branches of Bengali literature.
(g) Our national poet Kazi Nazrul Islam was born in 1306 B.S (1899 AD) at Churulia in the district of Burdhwan.
(h) At the age of 19 he joined the army as an ordinary soldier.
Answer: 1g 2b 3a 4h 5c 6f 7d 8e
Exercise-5
(a) He did not die a natural death.
(b) He was born in 459 B.C. in Athens.
(c) He would stop passers-by at different places in the street and asked them simple question.
(d) Socrates was the wisest philosopher and teacher of his time.
(e) His mission was to spread knowledge among the people.
(f) Socrates would often go out in the streets of Athens.
(g) He was killed by the rulers of Athens.
(h) He lived in Athens in Greece.
Answer: 1d 2b 3h 4e 5f 6c 7a 8g
Exercise-6
(a) In 1948 he founded the 'Dhaka Art Institution'.
(b) In 1938 he got first class in the Art School and in the same year he was awarded gold medal in all India Exhibitions.
(c) He had great thirst for drawing pictures.
(d) Joynul Abedin was born at a village in Kishoregonj in 1914.
(e) On 28 May, 1976 he breathed his last in Dhaka.
(f) He drew a lot of pictures of the Second World War and his name and fame spread all over the world.
(g) He did not like hard and fast rules of school and so he drew pictures secretly.
(h) For this at the age of 15 he went to Kolkata to see Art School and at the age of 19 he was admitted into Kolkata Government Art College.
Answer: 1d 2g 3c 4h 5b 6f 7a 8e
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
সহিদুল ইসলাম
সিনিয়র শিক্ষক, কলাগাছিয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় বন্দর, নারায়ণগঞ্জ
প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস
১. বৈশ্যরা কি কাজের সঙ্গে জড়িত ছিল?
ক. যুদ্ধ খ. ব্যবসা-বাণিজ্য
গ. কৃষি কাজ ঘ. পশু শিকার
২. ক্ষত্রিয়দের পেশা কি ছিল?
ক. মাছ ধরা খ. পশু শিকার
গ. যুদ্ধ ঘ. কৃষি
৩. ঘর-বাড়ি তৈরি করে থাকার জন্য জমিকে কি বলা হতো?
ক. বাস্তু খ. খিল গ. ক্ষেত্র ঘ. ভিটা
৪. চাষ করা জমিকে কি বলা হতো?
ক. বাস্তু খ. ক্ষেত্র
গ. খিল ঘ. ভিটা
৫. উর্বর পতিত জমিকে কি বলা হতো?
ক. বাস্তু খ. ক্ষেত্র গ. খিল ঘ. ভিটা
৬. প্রাচীনকালে কি দিয়ে জমি মাপা হতো?
ক. ফিতা খ. রশি গ. নল ঘ. কাঠি
৭. উপ-মহাদেশের সবচেয়ে প্রাচীন স্থাপত্যের নিদর্শন কি?
ক. স্তূপ খ. মন্দির গ. মসজিদ ঘ. বিহার
৮. রাজা দেব খড়গের অষ্টধাতু নির্মিত স্তূপটি কোথায় পাওয়া গেছে?
ক. দোহার গ্রামে খ. আশরাফপুর গ্রামে
গ. নবাবপুর গ্রামে ঘ. বিক্রমপুর গ্রামে
৯. প্রাচীন বাংলার স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি?
ক. পাহাড়পুর বৌদ্ধ বিহার
খ. সোমপুর বিহার
গ. সোনার গাঁ
ঘ. জগদুল বিহার
১০. কুমিল্লার ময়নামতির বিহারগুলোকে কি বলে?
ক. দেবীকোট বিহার খ. শালবন বিহার
গ. পণ্ডিত বিহার ঘ. জগদুল বিহার
১১. উয়ারী-বটেশ্বর কী?
ক. বাণিজ্য কেন্দ্র খ. স্থল বন্দর
গ. প্রাচীন নগর ঘ. নদী বন্দর
১২. অতীশ দীপংকরের জন্মস্থান কোথায়?
ক. বজ্রযোগিনী গ্রামে খ. নবাবপুর গ্রামে
গ. দোহার গ্রামে ঘ. বটেশ্বর গ্রামে
১৩. প্রাক-মধ্যযুগে সমতট ও বঙ্গের রাজধানী কোথায় ছিল?
ক. সোনার গাঁ খ. বিক্রমপুর
গ. মুন্সীগঞ্জ ঘ. শরিয়তপুর
১৪. বৌদ্ধ লেখকরা কিসে তাদের পাণ্ডুলিপি তৈরি করত?
ক. ছালে খ. কাপড়ে
গ. কাঠে ঘ. তালপাতায়
১৫. প্রাচীন বাংলার শিল্পকলার ক্ষেত্রে কোন যুগ স্মরণীয়?
ক. সেন খ. পাল গ. গুপ্ত ঘ. মৌর্য
১৬. বাংলার প্রাচীন অধিবাসীরা কোন গোষ্ঠীর?
ক. অস্ট্রিক খ. বেদ
গ. আর্য ঘ. কিরাত
১৭. বাংলাভাষার সৃষ্টি হয় কোন ভাষা হতে?
ক. চৈনিক খ. অপভ্রংশ
গ. আর্য ঘ. প্রকৃত
১৮. বাংলাভাষার প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় কিসে?
ক. চর্যাপদে খ. পুঁথিতে
গ. পুস্তকে ঘ. গীতায়
১৯. কৌমের লোকদের ঐক্যের প্রতীক কী?
ক. শ্যামা পূজা খ. ধ্বজ পূজা
গ. কালী পূজা ঘ. হরি পূজা
২০. কার রাজত্বকালে বৌদ্ধ ধর্ম বাংলায় বেশি প্রসার লাভ করে?
ক. বৈন্যগুপ্তের খ. ধর্মপালের
গ. অশোকের ঘ. গোপালের
২১. বিশাল আকৃতির বিহার কোনটি?
ক. সোমপুর খ. শালবন
গ. ভবপুর ঘ. দেবীকোট
২২. শালবন বিহার কে নির্মাণ করেন?
ক. শ্রীভবদেব খ. অশোক
গ. পরমেশ্বর ঘ. শ্রীজৈনদেব
২৩. কোন যুগে বৌদ্ধ ধর্মের পতন শুরু হয়?
ক. পাল যুগে খ. সেন যুগে
গ. মৌর্য যুগে ঘ. গুপ্ত যুগে
২৪. প্রাচীনকালে অন্যতম প্রধান উৎসব কোনটি?
ক. হোলি খ. বিয়ে
গ. পূজা ঘ. জন্ম দিন
২৫. দ্যুত-পতিপদ উৎসব কোন মাসে হতো?
ক. বৈশাখ খ. শ্রাবণ
গ. ভাদ্র ঘ. কার্তিক
২৬. বিজয়া দশমীর নৃত্যগীত অনুষ্ঠানের নাম কি?
ক. শারোদ খ. শাবোরৎসব
গ. পতিপদ ঘ. হোলকা
২৭. হিন্দু ধর্মে যেসব আর্যপূর্ব দর্শন ছড়িয়ে পড়ে-
i. কর্মফল ii. জন্মান্তরবাদ iii. মন্ত্র সাধনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
.২৮. ব্রাহ্মণদের নির্দিষ্ট কর্ম ছিল-
i. অধ্যয়ন ii. অধ্যাপনা iii. পূজা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৯. পূর্ববঙ্গে প্রিয় খাবার ছিল-
i. পিঠা ii. ইলিশ iii. শুঁটকি মাছ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০. প্রাচীন যুগে বাদ্যযন্ত্র ছিল-
i. বীণা ii. ঢাক iii. খোল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর : ১খ ২গ ৩ক ৪খ ৫গ ৬গ ৭ক ৮খ ৯ক ১০খ ১১ঘ
১২ক ১৩খ ১৪ঘ ১৫খ ১৬ক ১৭খ ১৮ক ১৯খ ২০গ ২১খ ২২ক ২৩খ ২৪ক ২৫ঘ ২৬খ ২৭ক ২৮ঘ ২৯খ ৩০ঘ।