
প্রিন্ট: ০৭ এপ্রিল ২০২৫, ০৬:১৪ পিএম
৬০ দিনের মধ্যে পরীক্ষার ফল পাবে

এস. এম. আলমগীর হোসেন
প্রকাশ: ২০ জুন ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

আরও পড়ুন
অধ্যক্ষ, বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজ, কেরানীগঞ্জ, ঢাকা
তোমাদের প্রতি রইল আমার অশেষ স্নেহাশীষ ভালোবাসা ও আন্তরিক শুভ কামনা। আগামী ৩০ জুন ২০২৪ তারিখ থেকে তোমাদের জীবনের ২য় পাবলিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তোমাদের পরীক্ষার রুটিনে দেখা যায় ৩০-০৬-২০২৪ তারিখে বাংলা ১ম পত্র পরীক্ষা শুরু এবং বেশির ভাগ বিষয়েই গ্যাপ দিয়ে রুটিন দেওয়া হয়। এতে করে একজন শিক্ষার্থী পরীক্ষার গ্যাপে প্রস্তুতি নিয়েও পরীক্ষা দিতে পারবে এবং এতে করে খুব সহজেই ভালো ফলাফল অর্জন করতে পারবে। তোমাদের তত্ত্বীয় পরীক্ষা আগামী ১১-০৮-২০২৪ তারিখ পর্যন্ত চলবে এবং ব্যবহারিক বিষয়ের পরীক্ষাগুলো আগামী ১২-০৮-২০২৪ তারিখ থেকে ২১-০৮-২০২৪ তারিখ পর্যন্ত চলবে। এরপর ফলাফল ২ মাস বা ৬০ দিনের মধ্যে প্রদান করা হবে। প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লেখিত বিষয়/বিষয়গুলোর পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কোনো অবস্থাতেই অন্য কোনো বিষয়ে পরীক্ষা দিতে পারবে না। যদি কারও প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডে ভুল হয়, তবে সেটি পরীক্ষা শুরুর কমপক্ষে ৩ (তিন) দিন আগে বোর্ডের পরীক্ষা শাখা থেকে সংশোধন করে আনতে হবে।