
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৫:৫১ এএম

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
প্রতিবাদী জার্মান কথাসাহিত্যিক গুন্টার গ্রাসের জন্ম ১৯২৭ সালের ১৬ অক্টোবর তৎকালীন জার্মান ডানজিগে (বর্তমানে পোল্যান্ডের ডানস্ক)। তার পুরো নাম গুন্টার উইলহেম গ্রাস। তিনি একাধারে ছিলেন সাহিত্যিক, কবি, নাট্যকার, ভাস্কর এবং গ্রাফিক ডিজাইনার। গুন্টার গ্রাস সবচেয়ে বেশি পরিচিত তার অমর সৃষ্টি ‘দ্য টিন ড্রাম’ উপন্যাসের কারণে। তিনি ইসরাইলের ফিলিস্তিন নীতিরও ছিলেন ঘোর সমালোচক। গুন্টার গ্রাস ১৯৯৯ সালে নোবেল পুরস্কার ছাড়াও সাহিত্যিক হিসাবে বহু পুরস্কারে ভূষিত হন। ২০১৫ সালের এই দিনে জার্মানির উত্তরাঞ্চলীয় লুবেক শহরের একটি ক্লিনিকে ৮৭ বছর বয়সে তার মৃত্যু হয়।