
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৬:২৩ এএম

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
ঢাকার জনপ্রিয় শাসক শায়েস্তা খানের একজন বেগমের নাম ছিল বিবি চম্পা। তার মৃত্যুর পর ছোট কাটরার কাছে তাকে কবর দেওয়া হয় এবং কবরের ওপর একটি স্মৃতিসৌধ তৈরি করা হয়। ঢাকা গবেষক সৈয়দ আওলাদ হাসানের মতে, এ স্মৃতিসৌধটি আমিরুল উমারা নওয়াব শায়েস্তা খান তার বিবির কবরের ওপর স্থাপন করেন, যে কারণে এলাকাটি তার নামে নামকরণ হয় চম্পাতলী। আরেক ঢাকা গবেষক হাকিম হাবিবুর রহমান এলাকাটিতে ব্যাপকভাবে চাঁপা ফুলের আবাদ থাকার কারণেও এটি চম্পাতলী হতে পারে বলে মত দিয়েছেন। (মোহাম্মদ আশরাফুল ইসলাম)